আবুধাবি: আবুধাবিতে তৈরি করা হয়েছে স্বামীনারায়ণ মন্দির। সেটিই ওই মুসলিম প্রধান দেশের প্রথম হিন্দু মন্দির। বুধবার বসন্ত পঞ্চমীর দিনে সেই মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনের মাধ্যমে তৈরি হল ইতিহাস। বাপস (BAPS) নামের সংস্থা এই মন্দির তৈরি করেছে। ওই সংস্থা ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তেই তৈরি করেছে হিন্দু মন্দির। আবুধাবির এই মন্দির উদ্বোধন উপলক্ষে বাপস বিশ্বের ১২০০টি হিন্দু মন্দিরে আরতির আয়োজন করেছিল। আবুধাবিতে মন্দির উদ্বোধনের পর সেখানেও আরতি করেছেন তিনি।
This is not any Hindi belt state of Bharat but Abu Dhabi, the Capital of Original IsIamic country United Arab Emirates.
PM Modi inaugurated a Hindu temple there today. 🔥🙌 pic.twitter.com/v7HFdccKfT
— Mr Sinha (@MrSinha_) February 14, 2024
ওই মন্দির উদ্বোধনের আগে গঙ্গা এবং যমুনার জল ঢেলেছেন প্রধানমন্ত্রী। আবুধাবির শেখ জায়েদ হাইওয়ের ধারে ২৭ একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির। পাথর দিয়ে তৈরি এই মন্দির নির্মাণের খরচ পড়বে প্রায় ৭০০ কোটি টাকা। প্রাচীন হিন্দু মন্দিরের ঢঙেই এই মন্দির তৈরি করা হয়েছে।
VIDEO | PM Modi offers water on the idol of Maharaj Swami Narayan at BAPS Hindu Mandir in Abu Dhabi. pic.twitter.com/97GY6grqMm
— Press Trust of India (@PTI_News) February 14, 2024
এই মন্দিরের বিষয়ে বাপসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান স্বামী ব্রহ্মাভিহরিদাস বলেছেন, “বিজ্ঞানসম্মত ভাবে প্রাচীন বিভিন্ন মন্দিরের আদল একত্রিত করে এই মন্দির বানানো হয়েছে। চাপ, তাপ, সিসমিক মুভমেন্ট মাপার জন্য মন্দিরের প্রত্যেক স্তরে রয়েছে উচ্চ প্রযুক্তির সেন্সর। সেই সেন্সর সব সময় তথ্য পাঠাবে। এই এলাকা ভূমিকম্প প্রবণ। তার থেকে মন্দিরকে সুরক্ষিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।” এই মন্দির তৈরিতে কোনও ধাতুর ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। রাজস্থান থেকে ২০ হাজার টন পাথর আবুধাবিতে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ২০১৯ সাল থেকেই এই মন্দির তৈরির কাজ চলছিল। পাঁচ বছরের মধ্যে মন্দির তৈরি হয়েছে। তাঁর উদ্বোধন হল মোদীর হাতে।