Video: উপজাতি নৃত্য, বৈদিক মন্ত্র, রাখি এবং ভালবাসায় ভেসে জো’বার্গে পা প্রধানমন্ত্রী মোদীর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 22, 2023 | 8:10 PM

PM Modi lands in Johannesburg: ২২ থেকে ২৪ অগস্ট - তিন দিনের সরকারি সফরে দক্ষিণ আফ্রিকায় এসেছেন প্রধানমন্ত্রী মোদী। সফরের প্রথম দিন ব্রিকস বিজনেস ফোরাম লিডারদের সঙ্গে এক আলোচনাসভায় অংশ নেবেন। এছাড়া, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন।

Video: উপজাতি নৃত্য, বৈদিক মন্ত্র, রাখি এবং ভালবাসায় ভেসে জোবার্গে পা প্রধানমন্ত্রী মোদীর
জোহানেসবার্গে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রদানমন্ত্রী মোদী
Image Credit source: PTI

Follow Us

জোহানেসবার্গ: পঞ্চদশ ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোহানেসবার্গের ওয়াটারক্লুফ বায়ুসেনা ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান, দক্ষিণ আফ্রিকার উপ-রাষ্ট্রপতি পল মাশোতিলে। তারপর সামরিক কায়দায় তাঁকে স্বাগত জানায় সেই দেশের বায়ুসেনা। ভারতীয় প্রধানমন্ত্রীকে তাঁদের নৃত্যগীতের মধ্য দিয়ে স্বাগত জানান সেই দেশের উপজাতিয় শিল্পীরাও। প্রধানমন্ত্রীকে গ্রহণ করতে, বিমানবন্দর চত্বরেই জড়ো হয়েছিলেন সেই দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ। ‘হর হর মোদী’, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরমের’ মতো স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে, এক বিশেষ আধ্যাত্মিক উপায়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়।


জোহানেসবার্গে স্যান্ডটন সান হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জোহানেসবার্গে পা রাখার অনেক আগে থেকেই, সেই হোটেলে জড়ো হয়েছেন ভারতীয় সম্প্রদায়ের বহু মানুষ। ঢাক-ঢোল এবং অন্যান্য ভারতীয় বাদ্যযন্ত্র নিয়ে এসেছিলেন তাঁরা। হোটেলের বাইরেও ভারতীয় সম্প্রদায়ের বহু সদস্যকে ওয়েলকাম ‘প্রাইম মিনিস্টার মোদী’ ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছতেই মোদী মোদী রব ওঠে। ভারত মাতার নামে জয়ধ্বণি দিতে থাকেন ভারতীয় বংশোদ্ভূতরা। বাজতে থাকে ঢাক-ঢোল-সানাই। প্রধানমন্ত্রী মোদীকে দক্ষিণ আফ্রিকায় স্বাগত জানাতে ‘রাখি থালা’ নিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার আর্য সমাজের প্রতিনিধিরাও। সংগঠনের প্রেসিডেন্ট আরতী নানকচাঁদ শনন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দেন।


২২ থেকে ২৪ অগস্ট – তিন দিনের সরকারি সফরে দক্ষিণ আফ্রিকায় এসেছেন প্রধানমন্ত্রী মোদী। সফরের প্রথম দিন ব্রিকস বিজনেস ফোরাম লিডারদের সঙ্গে এক আলোচনাসভায় অংশ নেবেন। এছাড়া, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই আন্তর্জাতিক সংগঠনের সদস্য। বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ এই সংগঠনের সদস্য দেশগুলির নাগরিক। ব্রিকস শীর্ষ সম্মেলনের পাশাপাশি, এই দেশগুলির নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা প্রধানমন্ত্রীর।

Next Article