PM Modi In Australia: মোদীতে মজে অস্ট্রেলিয়ার রকস্টার, সেবাস্টিয়ানকে ‘নাটু, নাটু’ গান শেখার পরামর্শ নমোর

PM Modi In Australia: অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানকার শিল্পপতি ও তারক-তারকাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সাক্ষাতের সময় অস্ট্রেলিয়ার রকস্টার সেবাস্টিয়ানকে 'নাটু নাটু' গান শেখার পরামর্শ দেন তিনি।

PM Modi In Australia: মোদীতে মজে অস্ট্রেলিয়ার রকস্টার, সেবাস্টিয়ানকে 'নাটু, নাটু' গান শেখার পরামর্শ নমোর
Image Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 12:43 PM

সিডনি: বিদেশ সফরের শেষ পর্যায়ে সোমবার অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সিডনিতে তাঁকে মহা সমারোহে স্বাগত জানানো হয়। এই সফরকালে অস্ট্রলিয়ার একাধিক শিল্পপতি, সংস্কৃতি জগতের তারক-তারকাদের সঙ্গে দেখা করেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর কৃতিত্ব দেখে বিস্মিত হয়েছেন অস্ট্রেলিয়ার তারক-তারকারা। আর এর মধ্যেই রকস্টার সেবেস্টিয়ানকে আরআরআর ছবির নাটু নাটু গান শিখতে বলেন।

এই সফরে সেলিব্রিটি শেফ তথা রেস্তোরাঁর মালিক সারাহা টড থেকে শুরু করে রক গায়ক সেবাস্টিয়ানের সঙ্গে দেখা করেন তিনি। মোদী সেবাস্টিয়ানকে আরআরআর ছবির অস্কার প্রাপ্ত গান ‘নাটু নাটু’ গান শিখতেও বলেন। সেবাস্টিয়ান জানান, তাঁর মা উত্তর প্রদেশের কানপুরে বড় হয়েছেন। মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি প্রথম তাঁর মাকেই ফোন করতে চান। তিনি আরও বলেন, “আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি খুব কোমল এবং সহৃদয় ব্যক্তি। মনোযোগ দিয়ে তিনি সব শোনেন। আমরা গান নিয়েও কথা বলেছি। তিনি আমাকে নাটু নাটু গানটি শেখার পরামর্শ দেন।”

গতকাল অস্ট্রেলিয়ার শিল্পী ড্যানিয়েল মেটের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। সিডনি ভিত্তিক শিল্পী ড্যানিয়েল বড় আকারের মিউরাল এবং পাবলিক আর্ট তৈরিতে বিশেষজ্ঞ। তিনি মোদীর সঙ্গে সাক্ষাতের পর বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা সৃজনশীল ভাবনা রয়েছে। তিনি দুই দেশের শিল্পকলা ও সংস্কৃতির মধ্যে মিল খুঁজে পান।”