WEF 2023: এই ভাঙাচোরা বিশ্বে গুরুত্বপূর্ণ মোদীর নেতৃত্ব: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 20, 2023 | 3:37 PM

WEF Executive Chairman Kluas Schwab: সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভারতের ভূয়সী প্রশংসা করলেন ফোরামের এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াব। তিনি বলেন বর্তমান বিশ্বে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

WEF 2023: এই ভাঙাচোরা বিশ্বে গুরুত্বপূর্ণ মোদীর নেতৃত্ব: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব চাইলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াব

Follow Us

দাভোস: সারা বিশ্বজুড়ে মন্দার ভয়াল ছায়া দেখা যাচ্ছে। তারই মধ্যে উজ্জ্বল বিন্দু ভারত। কোভিড-১৯ মহামারির জেরে অর্থনীতির থমকে থাকা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো একের পর এক বিপর্যয়ের মধ্যেও, ২০২২-২৩ অর্থ বছরে ভারতের জিডিপি বৃদ্ধি ৬.৯ শতাংশ হতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক। বিশ্বের বড় অর্থনীতিগুলির মধ্যে, মহামারির পর থেকে ভারতের মতো দ্রুত গতিতে, আর কোনও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটতে দেখা যাচ্ছে না। আর এই সকল ইতিবাচক সূচক দেখে, ভারতকেই আগামীর নেতা বলে মনে করছে বাকি বিশ্ব। শুক্রবার, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভারতের ভূয়সী প্রশংসা করলেন ফোরামের এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াব। তিনি আরও বলেন জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব ভারত একেবারে সঠিক সময়ে পেয়েছে। কারণ, বর্তমান বিশ্বে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

এদিন ফোরামের পক্ষ থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াবের এক বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ক্লস বলেছেন, “আমি ভারতের মন্ত্রী পর্যায়ের এক প্রতিনিধিদল এবং সেই দেশের বহু শীর্ষস্থানীয় ব্যবসায়ি নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি। জলবায়ুর ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের জন্য পদক্ষেপ, বিশ্ব স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অবদান, মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক মডেল তৈরি এবং ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরিতে এই দেশের নেতৃত্ব প্রশংসনীয়। বৈশ্বিক ভূ-অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সঙ্কটের মধ্যে ভারত একটি উজ্জ্বল স্থান হিসেবে রয়ে গিয়েছে।” উল্লেখ্য, এইবারের ইকোনমিক ফোরামের থিম ছিল, ভাঙাচোরা বিশ্বে সহযোগিতা।

গত ৩৮ বছর ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদস্য ভারত। এর মধ্যে গত ডিসেম্বর মাসে ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছে। ইতিমধ্য়েই দেশে জি২০ বিষয়ক বিভিন্ন সভা ও অনুষ্ঠানের আয়োজন করা শুরু হয়ে গিয়েছে। জি২০-র সভাপতি থাকাকালীন ভারতের সঙ্গে অংশীদারিত্ব আরও বাড়াতে উন্মুখ ইকোনমিক ফোরাম। এই প্রসঙ্গে ক্লস শোয়াব বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ভারত জি২০-র সভাপতিত্ব পেয়েছে। এই ভাঙাচোরা বিশ্বে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয়।”

Next Article