নয়া দিল্লি: নেতানিয়াহুর উপরই ফের আস্থা রেখেছে ইজরায়েলবাসী। সাধারণ নির্বাচনে ইয়ার ল্যাপিডকে হারিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার নির্বাচনের ফলঘোষণার পরই ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিব্রু ভাষায় টুইট করে প্রধানমন্ত্রী বলেন, “মিলিতভাবে ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার আশায় রইলাম।”
প্রায় ৮৭.৬ শতাংশ ভোট পেয়ে ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ইজরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ৩১টি আসনে জয়ী হয়ে শাসক দলের জায়গা দখল করেছে লিকুদ পার্টি। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের দল ইয়েশ আতিদ মোট ২৪টি আসনে জয়ী হয়েছে। এছাড়া রিলিজিয়াস জায়নিজম পার্টি ১৪টি, ন্যাশনাল ইউনিটি পার্টি ১২টি, শাস দল ১১টি এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম দল ৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং তাদের অতি-ডানপন্থী শরিক দলগুলি মিলিতভাবে ১২০ সদস্যের ইসরায়েলি সংসদে মোট ৬৪টি আসন জিতেছে।
מזל טוב ידידי @netanyahu על הצלחתך בבחירות. אני מצפה להמשיך במאמצים המשותפים שלנו להעמקת השותפות האסטרטגית בין הודו וישראל.
— Narendra Modi (@narendramodi) November 3, 2022
ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ফের একবার বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার পরই টুইটে শুভেচ্ছা জানান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ব্যতিক্রম করেননি। তিনি হিব্রু ভাষায় টুইট করে লেখেন, “আমার বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুকে অনেক শুভেচ্ছা ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্য। ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে মিলিত উদ্যোগ নিয়ে আশাবাদী রইলাম।”
תודה לך @yairlapid על תרומתך החשובה לשותפות האסטרטגית של הודו וישראל. אני מקווה להמשיך את חילופי הרעיונות הפוריים שלנו לתועלת ההדדית של עמינו.
— Narendra Modi (@narendramodi) November 3, 2022
বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, “ভারত ও ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে আপনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে আশা করি আমাদের মধ্যে ৃ চিন্তাভাবনার আদান-প্রদান জারি থাকবে।”