আবু ধাবি: একদিকে দেশে যেখানে দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছে রাম মন্দিরের, সেখানেই বিদেশের মাটিতেও তৈরি হয়েছে হিন্দু মন্দির (Hindu Temple)। মুসলিম প্রধান রাষ্ট্র সংযুক্ত আরব আমরশাহি(UAE)-তে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা বাপস সোসাইটির তৈরি মন্দিরের উদ্বোধন করেন। মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী। বিদেশের মাটিতে হিন্দু মন্দির উদ্বোধনের সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অযোধ্যার আনন্দ আবু ধাবিতে দ্বিগুণ হয়ে গেল”।
২৭ একর জমির উপরে ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি এই মন্দিরের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদকে ধন্যবাদ জানান এবং বলেন, “কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ হল আজ। এই মন্দিরকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে যদি কারোর ভূমিকা সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ হয়, তবে তিনি আর কেউ নন, আমার ভাই শেখ মহম্মদ বিন জ়ায়েদ। সংযুক্ত আরব আমিরশাহির সরকার শুধুমাত্র এখানে বসবাসকারী ভারতীয়দেরই নয়, বরং ১৪০ কোটি ভারতীয়ের মন জয় করে নিয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, “এবার থেকে সংযুক্ত আরব আমিরশাহি শুধু বুর্জ খালিফা, ফিউচার মিউজিয়াম, শেখ জ়ায়েদ মসজিদ ও হাই-ফাই বিল্ডিংয়ের জন্যই পরিচিত হবে না, এর পরিচয়ে আরও একটি সাংস্কৃতিক অধ্যায় যোগ হল। আমি আত্মবিশ্বাসী যে আগামিদিনে বিপুল সংখ্যক ভক্তরা এখানে আসবেন। এতে আরবে ভারতীয়দের আনাগোনাও বাড়বে এবং সংযোগ বৃদ্ধি পাবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ সংযুক্ত আরব আমিরশাহিতে নতুন এক অধ্যায়ের সূচনা হল। আবু ধাবিতে বিশাল পবিত্র মন্দির তৈরি হয়েছে। বহু বছরের পরিশ্রমে এই মন্দির তৈরি হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল। ভগবান স্বামীনারায়ণের আশীর্বাদ রয়েছে এই মন্দিরে।”