প্যারিস: ফ্রান্সের বাস্তিল দিবসের অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের সর্বোচ্চ সম্মানও পেয়েছেন তিনি। দু দিনের সফরে সেরেছেন একাধিক বৈঠক। দুই দেশের বন্ধুত্ব থেকে অটুট, সেই প্রমাণ মিলল আরও একবার। ছবি পোস্ট করে বন্ধুত্বের কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। মোদীর সঙ্গে তোলা একটি সেলফি টুইটারে পোস্ট করেছেন তিনি। দু দিনের সফর শেষে আরব আমিরশাহীর পথে রওনা হয়েছেন মোদী। তার আগেই প্রকাশ্যে এসেছে এই ছবি। ক্যাপশনে ম্যাক্রোঁ লিখেছেন, ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। নরেন্দ্র মোদী ও তাঁর টুইটার হ্যান্ডেসে সেই ছবি শেয়ার করে বন্ধুত্বের বার্তা দিয়েছেন।
ছবিতে তিন ভাষায় লেখা ক্যাপশনে বন্ধুত্বের কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এই সফরে ভারত-ফ্রান্স সু সম্পর্কের কথা স্পষ্ট হয়েছে বারবার। বাস্তিল দিবসে ম্যাক্রোঁর একেবারে পাশে বসতে দেখা গিয়েছে মোদীকে। শুক্রবার ভারত ও ফ্রান্সের তরফে জানানো হয়েছে সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা ভাবছে তারা।
Vive l’amitié entre l’Inde et la France !
Long live the French-Indian friendship!
भारत और फ्रांस के बीच दोस्ती अमर रहे! pic.twitter.com/f0OP31GzIH— Emmanuel Macron (@EmmanuelMacron) July 14, 2023
শুক্রবার প্যারিসের এলিসি প্যালেসে দুই দেশের এক দ্বিস্তরীয় বৈঠক হয়। সূত্রের খবর, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, প্রযুক্তি, বিজ্ঞান সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের। প্রধানমন্ত্রী মোদীও জানিয়েছেন, ম্যাক্রোঁর সঙ্গে গঠন মূলক আলোচনা হয়েছে।
দুই দেশস কোন পথে একে অপরকে সহযোগিতা করবে, সেই পরিকল্পনাও তৈরি করেছে দুই দেশ। এছাড়া একাধিক সংস্থার সিইও-দের মুখোমুখিও হয়েছিলেন মোদী। সেখানে ভারতে তৈরি হওয়া নয়া সম্ভাবনার কথা তুলে ধরেছেন তিনি।
Les discussions avec mon ami le Président @EmmanuelMacron ont été très productives. Nous avons passé en revue tous les aspects des relations franco-indiennes. Je suis particulièrement enthousiaste quant à l’approfondissement de la coopération dans des secteurs d’avenir comme… pic.twitter.com/aaEZ4Hmxrk
— Narendra Modi (@narendramodi) July 14, 2023