নয়া দিল্লি: বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। রানির মৃত্যুর পর গোটা বিশ্বের বিভিন্ন মহল থেকে এসেছে শোকবার্তাও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও (Joe Biden) রানির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে গোটা বিশ্বে তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, রানির বিয়েতে তাঁকে এক বহুমূল্য উপহার দিয়েছিলেন হায়দরাবাদের নিজাম। ১৯৪৭ সালে রানির বিয়ের সময় উপহার স্বরূপ একটি প্ল্যাটিনামের নেকলেস উপহার দিয়েছিলেন হায়দরবাদের নিজাম। জানা গিয়েছে, ওই নেকেলেসে প্রায় ৩০০টি হিরে ছিল। রানির মৃত্যুর পর নতুন করে চর্চায় সেই নিজামের উপহার দেওয়া সেই নেকলেস।
১৯৫২ সালে ব্রিটেনের ক্ষমতা রানির হাতে হস্তান্তরিত হয়েছিল। রানির মৃত্যুর পর ব্রিটেনের রাজ পরিবারের পক্ষ থেকে টুইট করে বলা হয় “৮ সেপ্টেম্বর বিকেলে শান্তিপূর্ণভাবে বালমোরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রাজা এবং রানি কনসোর্ট আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আগামিকাল লন্ডনে ফিরে আসবেন।” ৭০ বছরের রাজত্বে অনেক গয়না উপহার পেয়েছিলেন রানি। কিন্তু তাঁর মধ্যে নিজামের থেকে উপহার পাওয়া এই প্ল্যাটিনামের নেকলেসটি অন্যতম। বিলাসবহুল ফ্রেঞ্চ ব্র্যান্ড কার্টিয়ার এই নেকলেস বানিয়েছিল।
চলতি বছরের ২১ জুলাই ব্রিটেনের রাজ পরিবারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই হিরের নেকলেস পরিহিত রানির ২টি ছবি পোস্ট করা হয়েছিল। ১৯৫২ সালে রাজ সিংহাসনে বসার পর নেকলেস পরে রানি একটি ছবি তুলেছিলেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে প্রবীণ রানি এলিজাবেথ নিজামের দেওয়া নেকলেস পরে হাসছেন। ব্রিটেনের রাজ পরিবারের পক্ষ থেকে নেকলেসের ছবিও আলাদাভাবে শেয়ার করা হয়েছিল। ব্রিটেনের রাজ পরিবার জানিয়েছে, হায়দরাবাদের নিজাম খোদ রানিকে তাঁর বিয়ের উপহার বেছে নেওয়ার কথা বলেছিলেন।