নিউ ইয়র্ক: দোকান ঘর হোক বা বাড়ি, ইঁদুরের (Rat) উৎপাত সর্বত্র। কিন্তু জানেন কি ইঁদুরও বহন করতে পারে কোভিড ভাইরাস? সাম্প্রতিক গবেষণায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। নিউ ইয়র্ক (New York) শহরের প্রায় ৮০ লক্ষ ইঁদুর রয়েছে এবং সেই সমস্ত ইঁদুর কোভিড ভাইরাস (Covid Virus) বহন করতে পারে এবং সংক্রমিত ইঁদুরের সংস্পর্শে এলে মানুষের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ আমেরিকান সোসাইটি ফর মাইক্রো বায়োলজির ওপেন অ্যাক্সেস জার্নাল এনবায়ো-তে ইদুর এবং কোভিড সংক্রমণ নিয়ে একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, নিউ ইয়র্কের ইঁদুর আলফা, ডেল্টা এবং ওমিক্রম সহ SARS-COV-2-এর তিন ধরনের ভাইরাস বহন করতে সক্ষম। গবেষণায় দেখা গিয়েছে, ৭৯টি ইঁদুরের মধ্যে ১৩ টি অর্থাৎ ১৬.৫ শতাংশ ইঁদুরSARS-COV-2 ভাইরাসে সংক্রমিত।
এই গবেষণার মুখ্য প্রধান ড. হেনরি ওয়ান বলেন, “আমাদের সর্বোচ্চ জ্ঞান অনুসারে এটিই প্রথম কোনও গবেষণাা যেখানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি প্রধান শহরাঞ্চলে বন্য ইঁদুরের মধ্যে SARS-COV-2 ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে। তবে এই সমস্ত ইন্দুর মানুষের সংস্পর্শে এলে কতটা বিপজ্জনক তা এখনও স্পষ্ট নয়।” ড. ওয়ান আরও বলেন, “আমাদের গবেষণায় ইঁদুরের মধ্যে SARS-COV-2 ভাইরাসের সংক্রমণের বিষয়ে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তাগুলি তুলে ধরা হয়েছে। তবে ভাইরাসটি ইঁদুর থেকে অন্য প্রাণী বা মানুষের মধ্যে সঞ্চালিত হচ্ছে কিনা এবং এটি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে আরও পর্যবেক্ষণ দরকার।”
তবে কোভিড সংক্রমিত ইঁদুর মানুষের জন্য কতটা বিপজ্জনক তা স্পষ্ট না হলেও প্রাণীরাও যে মহামারীতে ভূমিকা পালন করতে পারে এবং তার প্রভাব মানুষের উপরেও পড়তে পারে তা আগের গবেষণাতেই স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন ড. ওয়ান। তাই মানুষ এবং প্রাণী উভয়েরই স্বাস্থ্য রক্ষা করতে এ বিষয়ে গবেষণা আরও এগিয়ে নিয়ে চলা জরুরি বলেও জানিয়েছেন তিনি।
যদিও সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC)-র তরফে জানানো হয়েছে, প্রাণীদের থেকে কোভিড সংক্রমণ ছড়ানোর বিষয়টি খুবই বিরল। CDC-র তরফে আরও জানানো হয়েছে, কোভিড-১৯ জনিত ভাইরাস SARS-COV-2 সংক্রমণ ছাড়ানোর ক্ষেত্রে প্রাণীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বিষয়ে স্পষ্ট কোনও প্রমাণ মিলেনি। সংক্রমিত স্তন্যপায়ী প্রাণীদের থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর যে গবেষণা এসেছে এটা খুবই ‘বিরল’।
প্রসঙ্গত, এর আগে হংকং এবং বেলজিয়ামের গবেষণায় দেখা গিয়েছে, কোভিড সংক্রমনের পিছনে রয়েছে ইঁদুর। এছাড়া বিড়াল, কুকুর, জলহস্তি, হরিণের মতো অন্যান্য প্রাণীদের মধ্যেও কোভিড-১৯ সংক্রমণের খবর মিলেছিল।