ইদলিব: ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া এবং তুরস্কে এখনও চলছে উদ্ধারকাজ। বিভিন্ন দেশের উদ্ধারকারী দল সেই কাজ চালিয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী ও উদ্ধারকারী দলও রয়েছে তুরস্কে। সিরিয়াতেও উদ্ধারের কাজে রয়েছে হাজার হাজার উদ্ধারকারী। ভেঙে পড়া বহুতলের ভগ্নস্তূপ সরিয়ে উদ্ধার করতে হচ্ছে দেহ। কাউকে কাউকে জীবিত অবস্থাতেও উদ্ধার করা হয়েছে। তবে অনেকেই পরিবারহীন হয়ে পড়েছেন। মা-বাবারা যেমন সন্তানহারা হয়েছেন, তেমনই সন্তানরা মা-বাবার মৃত্যুতে অনাথ হয়েছে। এরই মধ্য়ে বিরল ঘটনা ঘটল সিরিয়ার ইদলিব প্রদেশে। সেখানে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটা গোটা পরিবারকে। ওই পরিবারের পাঁচ সদস্যই আটকে ছিলেন ভগ্নস্তূপের অন্দরে। উদ্ধারকারী দল যখন ওই ভগ্ন বাড়িতে উদ্ধার কাজ চালাচ্ছিল, তখন সেখানে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। আটকে থাকা পরিবারের লোকেদের ভগ্নস্তূপ থেকে বের করে আনতেই উল্লসিত হয়ে পড়েন বাইরে অপেক্ষমান জনতা। তাঁরা চিৎকার করতে থাকেন, “ঈশ্বরই শ্রেষ্ঠ।”
সিরিয়ার পশ্চিমাংশের ইদলিবে এই উদ্ধারের ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সিরিয়ার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অর্গানাইজেশন, দ্য হোয়াইট হেলমেটস তাদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন এই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৬ লক্ষেরও বেশি বার। সেই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, “সত্যিকারের বিস্ময়। উল্লাসের ধ্বনি আকাশকে মুখরিত করছে। বিশ্বাসের উপরে উঠেছে আনন্দ। ৭ ফেব্রুয়ারি বিকালে ইদলিবের বিসনিয়া গ্রামে একটি বাড়ি ভেঙে পড়েছিল। সেখানে আটকে ছিল গোটা পরিবার। তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে।” ওই বাড়ির ভিতর থেকে ৩ জন শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে।
A true miracle…the sounds of joy embrace the sky… joy beyond belief.
An entire family was rescued from under the rubble of their house this afternoon, Tuesday, February 7, in the village of Bisnia, west of #Idlib.#Syria #earthquake pic.twitter.com/Cb7kXLiMjT— The White Helmets (@SyriaCivilDef) February 7, 2023
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা এক শিশুকে বের করে নিয়ে এল ভগ্নস্তূপের মধ্যে থেকে। তা দেখেই সেখানে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ল। ওই উদ্ধারকারী দলের সদস্য তাঁর এক সহকর্মীর হাতে তুলে দিলেন উদ্ধার হওয়া বাচ্চাকে। তিনি অ্যাম্বুল্যান্সে নিয়ে তুললেন তাকে। জানা গিয়েছে ওই পরিবারের সকলকে উদ্দার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত সোমবার পর পর ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়েছে সিরিয়া এবং তুরস্কের সীমান্তের আশপাশের এলাকা। এর জেরে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২৮ হাজার ছাড়িয়েছে। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে দিন কাটাচ্ছেন। সারা বিশ্ব সাহায্যের হাত বাড়িয়ে পাশে রয়েছে ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশের।