Turkey Earthquake: ভূমিকম্পের তিন সপ্তাহ পর ভগ্নস্তূপ থেকে উদ্ধার এক কুকুর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Mar 03, 2023 | 12:20 AM

Rescue Operation: ভূমিকম্পের এক সপ্তাহ পর উদ্ধার কাজ অনেকটাই স্তিমিত হয়ে যায়। তবে বিভিন্ন ভগ্নস্তূপের মধ্যে উদ্ধার কাজ চলছিল।

Turkey Earthquake: ভূমিকম্পের তিন সপ্তাহ পর ভগ্নস্তূপ থেকে উদ্ধার এক কুকুর

Follow Us

তুরস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে সিরিয়া এবং তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল। দু’দেশ মিলিয়ে মৃত্যু হয়েছে ৫১ হাজারেরও বেশি জনের। এর মধ্যে তুরস্কেই মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। লক্ষাধিক মানুষকে গৃহহীন করেছে রিখটার স্কেলে ৭.৮ তীব্রতার এই ভূমিকম্প। ভূমিকম্পের পরই ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ পাশে দাঁড়িয়েছে তুরস্কের। সেখানে উদ্ধার কাজ চালিয়েছে। সেই উদ্ধারকাজের প্রচুর ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তবে ভূমিকম্পের এক সপ্তাহ পর উদ্ধার কাজ অনেকটাই স্তিমিত হয়ে যায়। তবে বিভিন্ন ভগ্নস্তূপের মধ্যে উদ্ধার কাজ চলছিল। এই ভূমিকম্পের প্রায় তিন সপ্তাহ পর একটি কুকুরকে জীবিত অবস্থায় উদ্ধার করল উদ্ধারকারী দল। তুরস্কের হায়তাপ অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে ওই কুকুরটিকে।

বুধবার এই উদ্ধারের খবর জানিয়েছে তুরস্কের আন্তাকায় অবস্থিত তুর্কিশ অ্যানিম্যাল প্রোটেকশন অ্যাসোসিয়েশন। উদ্ধার করে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সে দেশের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বড়সড় দুটি কংক্রিটের স্ল্যাভের মধ্যে আটকে ছিল কুকুরটি।

ওই এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় উদ্ধারকারী দলের সদস্যরা কুকুরের ডাক শুনতে পান। সেই ডাক শুনেই তাঁরা কংক্রিটের স্ল্যাভ সরিয়ে দেখেন আটকে রয়েছে ওই কুকুরটি। তবে এই কুকুর নয়। ভূমিকম্পের জেরে প্রচুর কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণীরা আটকে পড়েছিল। অনেক জন্তু প্রাণও হারিয়েছে। হাজারেরও বেশি জন্তুকে উদ্ধার করা হয়েছে।

Next Article