কাবুল: গোটা আফগানিস্তান জুড়ে তালিবানি শাসন জারি হতে হয়তো আর বেশি বাকি নেই। তবে হাল ছাড়ছদ না প্রতিরোধ বাহিনীও। প্রতিনিয়ত লড়াই চলছে তাদের সঙ্গে তালিবানের। আর সেই লড়াইতে অন্তত ৬০০ তালিবানের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ফাহিম দাস্তি টু্ইট করে জানিয়েছেন যে অন্তত এক হাজার তালিবানকে ধরে ফেলেছে তারা। কার্যত তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে।
রুশ সংবাদমাধ্যম ‘স্পুটনিক’-এ এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানেই এই ৬১৩ জনের মৃত্যুর খবর উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, আফগানিস্তানের উত্তরে থাকা পঞ্জশীর প্রদেশেই শতাধিক তালিবানের মৃত্যু হয়েছে প্রতিরোধ বাহিনীর হাতে। অন্যদিকে, পঞ্জশীর প্রদেশের যাতে আফগানিস্তানের অন্য কোনও জায়গা থেকে কোনও জিনিসপত্র না আসে সেই ব্যবস্থা করেছে তালিবান। তালিবানের দাবি জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়েছে ল্যান্ডমাইন আর সেজন্যই পঞ্জশীরের পথে এগোতে তাদের বাধা পেতে হচ্ছে।
এ দিকে, সরকারিভাবে তালিবানের তরফে কোনও বক্তব্য সে ভাবে না এলেও শনিবার শেষবেলায় তালিবান দাবি করেছে, যে তারা পঞ্জশিরের গর্ভনরের অফিসে ঢুকে পড়েছে। সূত্রের খবর পঞ্জশীর প্রদেশের রাজধানী বাজারাকে প্রবেশ করেছে তালিবান। তবে কি শেষ রক্ষা হল না নর্দান অ্যালায়েন্সের? সেই উত্তর এখনও স্পষ্ট নয়। তালিবানের তরফে দাবি করা হিয়েছে, হিন্দুকুশ পর্বতমালার কোলে থাকা সেই পঞ্জশীর উপত্যকা এখন তাদেরই দখলে। যদিও নর্দান অ্যালায়েন্সের পাল্টা দাবি, তারা মোটেই হার মানেনি এখনও।