বার্সোলোনা: আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা স্থূলতার মতো রোগ নেই তো? থাকলে এই গরমের দিনে খুব সাবধান। এক সাম্প্রতিক গবেষণা বলছে, গরমের দিনে এই ধরনের বিপাকজনিত ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষকরা, স্পেনে ১০ বছরেরও বেশি সময় ধরে এই গবেষণা চালিয়েছে। গরমের কারণে যাদের হাসপাতালে ভর্তি হতে হত, তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে গবেষণা দলটি। সম্প্রতি, এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভস জার্নালে তারা জানিয়েছে, চরম তাপে অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা স্থুলতার মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের।
এর পিছনে বেশ কয়েকটি কারণও খুঁজে পেয়েছেন গবেষকরা। যেমন, স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের শরীরে উত্তাপ খুব ধীরে ধীরে কমে। কারণ শরীরের চর্বি তাপ-নিরোধক হিসাবে কাজ করে। তাই, শরীর একবার গরম হয়ে গেলে ঠান্ডা হতে সময় লাগে। এই কারণেই তাদের তাপজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চরম তাপের দোসর হয়েছে বায়ু দূষণ। দূষণ ক্রমেই বাড়ছে। গবেষকরা জানিয়েছেন, এটাও ডায়াবেটিসের মতো রোগে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা বাড়িয়ে তোলে।
গবেষণায় আরও জানা গিয়েছে, গরমের দিনে, পুরুষদের মধ্যে শারীরিক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকি বেশি থাকে। মহিলাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সংক্রামক রোগ, হরমোনের রোগ এবং বিপাকজনিত ব্যাধি, শ্বাসযন্ত্রের সমস্যা বা মূত্রনালীর রোগ নিয়ে। গবেষকরা জানিয়েছেন, আসলে, বয়স, লিঙ্গ বা স্বাস্থ্যের অবস্থার ভিত্তিতে ভিন্ন ভিন্ন মানুষের উপর তাপের ক্ষতিকর প্রভাব ভিন্ন ভিন্ন হয়।
গবেষণাপত্রটির লেখক হিচাম আচেবাক বলেছেন, “যেমন ধরুন, আমরা জানি, মহিলাদের তাপমাত্রার থ্রেশহোল্ড পুরুষদের থেকে বেশি থাকে। অর্থাৎ, পুরুষদের যে তাপমাত্রায় ঘাম বের হয়, মহিলাদের ঘাম বের হওয়া শুরু হয় তার থেকে বেশি তাপমাত্রায়। তাদের গরমের কারণে অসুস্থ হওয়ার ঝুঁকিও পুরুষদের থেকে বেশি থাকে।” গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত তাপ সমস্ত বয়সের মানুষেরই হাসপাতালে ভর্তির সম্ভাবনা বাড়িয়ে দেয়। তবে, গবেষকরা দেখেছেন, এক বছরের কম বয়সী শিশু এবং ৮৫ বছরের বেশি বয়সী বৃদ্ধদের ঝুঁকি থাকে সবথেকে বেশি।