Russia-Ukraine Clash: রুশ জাতীয়তাবাদী নেতার মেয়েকে হত্যা করল কে? চাঞ্চল্যকর দাবি গোয়েন্দা সংস্থার

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 22, 2022 | 7:19 PM

Russia-Ukraine Conflict: শনিবার সন্ধেবেলা মস্কোতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডুগিনা। সেখানে তাঁরা বাবা আলেকজান্ডারও উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর রাশিয়া থেকে ওই মহিলা এস্টোনিয়াতে পালিয়ে গিয়েছিলেন

Russia-Ukraine Clash: রুশ জাতীয়তাবাদী নেতার মেয়েকে হত্যা করল কে? চাঞ্চল্যকর দাবি গোয়েন্দা সংস্থার
ছবি: ফাইল চিত্র

Follow Us

মস্কো: ৬ মাস ধরে চললেও এখনও অবধি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এর মধ্যেই সোমবার ইউক্রেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করল রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। রাশিয়ান সংবাদ সংস্থাগুলি থেকে জানা গিয়েছে, অতি-জাতীয়তাবাদী রাশিয়ান মতাদর্শে বিশ্বাসী আলেকজান্ডার ডুগিনের কন্যা দারিয়া ডুগিনাকে হত্যার ঘটনায় ইউক্রেনের গুপ্তচর সংস্থার হাত রয়েছে। শনিবারই বিলাসবহুল ল্যান্ড ক্রুজ়ার গাড়িতে যাওয়ার সময়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ডুগিনার। বিস্ফোণের সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন ডুগিনা, এমনটাই জানিয়েছেন রাশিয়ান তদন্তকারীরা। রুশ তদন্তকারীদের অভিযোগ ছিল, ১৯৭৯ সালে জন্মগ্রহণ করা এক ইউক্রেনীয় মহিলা এই আক্রমণের পিছনে রয়েছেন। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে ইউক্রেন।

রাশিয়ান এজেন্সির তরফে আক্রমণকারী মহিলার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে, আক্রমণকারী মহিলা ও তাঁর যুবতী কন্যা জুলাই মাসে রাশিয়াতে এসেছিলেন। সেই সময় থেকেই তাঁরা এই আক্রমণের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। একটি বাড়ি ভাড়া করে সেখানে বসবাস করছিলেন। ডুগিনাও ওই একই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। সেখান থেকে ডুগিনার প্রতিদিনের জীবনযাপনের ওপর নজর রাখতে শুরু করেছিল ওই ইউক্রেনীয় মহিলা, বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে, এফএসবি।

শনিবার সন্ধেবেলা মস্কোতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডুগিনা। সেখানে তাঁরা বাবা আলেকজান্ডারও উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর রাশিয়া থেকে ওই মহিলা এস্টোনিয়াতে পালিয়ে গিয়েছিলেন বলেই জানিয়েছে রাশিয়ান সংস্থা। যদি সংবাদ সংস্থা রয়টার্স এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলেও এখনও অবধি থামার কোনও লক্ষণ নেই। ইউক্রেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়ার তীব্র আপত্তি ছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে অতর্কিতে ইউক্রেন আক্রমণ করে রুশ সেনা। প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির নেতৃত্বে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যদিও যুদ্ধ ঘোষণার দাবি মানতে নারাজ রাশিয়া। পুতিন জানিয়েছিলেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়। সেটাই এখন দেখার।

Next Article