খারকিভ: রাশিয়ান প্রশাসন শনিবার জানিয়েছে, ট্রাক বোমা বিস্ফোরণের কারণে রাশিয়া অধীকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগকারী ব্রিজের একটা অংশ ধসে গিয়েছে। দক্ষিণ ইউক্রেনে অস্ত্র ও অন্যান্য সামগ্রী সরবরাহের জন্য এই ব্রিজটিকেই ব্যবহার করত মস্কো।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০ তম জন্মদিনের ঠিক পরের দিনই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালীন এই বিস্ফোরণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার জাতীয় জঙ্গি দমন কমিটি জানিয়েছে ট্রাক বোমা বিস্ফোরণের কারণে জ্বালানি বহনকারী ৭টি রেলওয়ে বগিতে আগুন ধরে গিয়েছিল। আংশিকভাবে ব্রিজের দুটি অংশ ভেঙে গিয়েছিল। যদি কমিটি নির্দিষ্ট করে কারও দিকে অভিযোগের আঙুল তোলেনি।
? Explosion on the #Kerch bridge which connects Russia to Crimea. Part of structure has collapsed. pic.twitter.com/wOntlXUvUh
— Igor Sushko (@igorsushko) October 8, 2022
ক্রিমিয়ান পেনিসুলা রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অংশের মাধ্যমে দক্ষিণ ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছিল রাশিয়া। এই বিস্ফোরণে ব্রিজের ক্ষতি হওয়ার কারণে পেনিসুলাতে ফেরির মাধ্যমে সরবরাহে প্রভাব পড়বে।
ইউক্রেনে আক্রমণ করার সময় রাশিয়া উত্তর ক্রিমিয়ার বিস্তীর্ণ অংশও নিজেদের দখলে করে নিয়েছিল এবং আজ়ব সমুদ্রে একটি করিড়রও তৈরি করেছিল। যদিও ইউক্রেনের তরফে ওই অংশ পুর্নদখলের দাবি করা হয়েছে। উল্লেখ্য ছ’মাসের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র আপত্তি ছিল। ইউক্রেন সীমান্তে কয়েকমাসের বেশি সময় ধরে সেনা মোতায়েন রাখার পর হঠাৎ করে অতর্কিতে ইউক্রেনে আক্রমণ করে রুশ সেনা। আগামী দিনে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার।