Russia-Ukraine Conflict: হঠাৎ রাস্তার ধার থেকে সরছে পচাগলা দেহ, রাতারাতি ভোলবদল শহরের, কী ফন্দি আঁটছে রুশ সেনা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 05, 2022 | 8:37 AM

Russia-Ukraine Conflict: বুধবার কিয়েভের তরফে জানানো হয়, রাশিয়ার প্রশাসনিক আধিকারিকরা ইউক্রেনের দক্ষিণে অবস্থিত বন্দর শহরে উপস্থিত হয়েছেন। আগামী ৯ তারিখ যে বিজয় উৎসবের পরিকল্পনা করছে রুশ সেনা, তার প্রস্তুতি খতিয়ে দেখতেই রাশিয়া থেকে এসেছেন তারা।

Russia-Ukraine Conflict: হঠাৎ রাস্তার ধার থেকে সরছে পচাগলা দেহ, রাতারাতি ভোলবদল শহরের, কী ফন্দি আঁটছে রুশ সেনা?
মারিউপোলের রাস্তায় ঘুরছে রুশ ট্যাঙ্কার। ছবি:PTI

Follow Us

মারিউপোল: কেটে গিয়েছে দুই মাস, তবুও যুদ্ধ (Russia-Ukraine War) থামার কোনও নাম নেই। বিগত প্রায় ৭০ দিন ধরে ইউক্রেনের উপরে বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা (Russian Army)। এবার সেই হামলার পাশাপাশি বিদেশের মাটিতে উদযাপনও শুরু করল রাশিয়ার সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজ়িদের হারানোর সাফল্য উদযাপন করতে আগামী ৯ মে ইউক্রেনের মারিউপোলে (Mariupol) পদযাত্রার পরিকল্পনা করছে রুশ সেনা, বুধবার এমনটাই অভিযোগ জানানো হল ইউক্রেনের তরফে। সম্প্রতি এই মারিউপোলকে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

কৃষ্ণসাগরের সঙ্গে সরাসরি যুক্ত ইউক্রেনের বন্দর শহর মারিউপোল। আর ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকেই স্থল ও আকাশপথের পাশাপাশি জলপথেও হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কৃষ্ণসাগরেই অপেক্ষা করছে রুশ নৌসেনার যুদ্ধ জাহাজগুলি। সেই কারণে সামরিক অভিযানের শুরু থেকেই মারিউপোল দখল করার চেষ্টা চালাচ্ছিল রুশ সেনা। সম্প্রতি সেই প্রচেষ্টায় সফলও হয় তারা।

বুধবার কিয়েভের তরফে জানানো হয়, রাশিয়ার প্রশাসনিক আধিকারিকরা ইউক্রেনের দক্ষিণে অবস্থিত বন্দর শহরে উপস্থিত হয়েছেন। আগামী ৯ তারিখ যে বিজয় উৎসবের পরিকল্পনা করছে রুশ সেনা, তার প্রস্তুতি খতিয়ে দেখতেই রাশিয়া থেকে এসেছেন তারা। ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর তরফেও সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে, বর্তমানে মারিউপোল উদযাপনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শহরের প্রধান সড়কগুলিতে যেখানে দু’দিন আগেও সারি সারি মৃতদেহ ও বাড়িঘরের ধ্বংসাবশেষ পড়েছিল, তা সাফ করা হয়েছে। রাশিয়ার সেনা মারিউপোল দখল করে নেওয়ায় স্থানীয়রা কতটা ‘খুশি’, তা দেখানোর চেষ্টাই করা হবে।

মারিউপোলের মেয়রও টেলিভিশন বার্তায় জানিয়েছেন, শহরজুড়ে কাজ চলছে। দেখে মনে হচ্ছে রাশিয়ানরা বড় কোনও কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। এতদিন ধরে শহরে যে হত্যালীলা চালিয়েছে তারা, সেই সমস্ত অপরাধের চিহ্ন মেটাতেই এখন ব্যস্ত।

উল্লেখ্য, ইউক্রেনের যে শহরগুলিতে রুশ সেনার সঙ্গে সবথেকে বেশি সংঘর্ষ হয়েছে, তার মধ্যে অন্য়তম হল মারিউপোল। এখনও অবধি মারিউপোলের আজ়োভস্তল স্টিল প্ল্যান্ট দখল করে রেখেছে ইউক্রেনীয় সেনা। ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনাও। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনীর তরফে জানানো হয়, আজ়োভস্তল থেকে সুরক্ষিতভাবে ১০০ জন সাধারণ মানুষকে উদ্ধার করা গিয়েছে। তবে এরপরই ফের হামলা চালিয়েছে রুশ সেনা। এদিকে, ক্রেমলিনের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Next Article