Russian Missile Attack: বাসের অপেক্ষা করছিল কর্মীরা, হঠাৎ কারখানায় আছড়ে পড়ল মিসাইল! জ্বলে পুড়ে ছাই ২১

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 04, 2022 | 12:25 PM

Russia-Ukraine Conflict: মঙ্গলবার রাতে গভর্নর কাইরইলেনকো জানান, লাইমান শহরেও গোলাবর্ষণ শুরু করা হয়েছে। মিসাইলের আঘাতে আরও ৫ জন মারা গিয়েছেন।

Russian Missile Attack: বাসের অপেক্ষা করছিল কর্মীরা, হঠাৎ কারখানায় আছড়ে পড়ল মিসাইল! জ্বলে পুড়ে ছাই ২১
মিসাইল হামলার পর বাড়ির অবস্থা। ছবি:PTI

Follow Us

কিয়েভ: মিসাইলের আঘাতে (Missile Attack) ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে একের পর এক শহর। যুদ্ধের দুই মাস পরও ইউক্রেন(Ukraine)-র উপরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া (Russia)। এবার ইউক্রেনের পূর্ব অংশে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের দোনেৎস্ক (Donetsk) অঞ্চলে এয়ারস্ট্রাইক চালায় রুশ সেনাবাহিনী। মিসাইলের আঘাতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৭ জন। দোনেৎস্কের গভর্নর জানিয়েছেন, গত এক মাসে রুশ হামলায় এটিই হয়তো সর্বোচ্চ মৃতের সংখ্যা।     

টেলিগ্রাম বার্তায় পাভলো কাইরইলেনকো জানান, দোনেৎস্কের আভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সেনা লাগাতার গোলাবর্ষণ চালিয়েছে। এই হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। উল্লেখ্য, ইউক্রেনের ওই কোক প্ল্যান্ট ইউরোপের অন্যতম বড় কোক প্ল্যান্ট। বিগত কয়েক বছর ধরেই রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী শক্তি হামলা চালানোর চেষ্টা চালাচ্ছিল।

মঙ্গলবার রাতে গভর্নর কাইরইলেনকো জানান, লাইমান শহরেও গোলাবর্ষণ শুরু করা হয়েছে। মিসাইলের আঘাতে আরও ৫ জন মারা গিয়েছেন। এর আগে গত মাসে ক্রামাতোরস্ক শহরের একটি রেল স্টেশনে মিসাইলের আঘাতে ৫৯ জন মারা যান। ওই হামলার পর এটি সবথেকে বড় হামলা বলে মনে করা হচ্ছে। গভর্নর জানান, আমাদের জমিতে দাঁড়িয়ে রাশিয়ানরা যা অপরাধ করছে, তার মূল্য চোকাতে হবে।

জানা গিয়েছে, আভদিভকার ওই কোক প্ল্যান্টে যখন হামলা চালানো হয়, সেই সময় সদ্য শিফট শেষ হয়েছিল। কর্মীরা বাসের অপেক্ষা করছিলেন, সেই সময় রুশ বায়ুসেনা কারখানা লক্ষ্য করে মিসাইল ছোড়ে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর ঠিক আগেই রাশিয়ার তরফে দোনেৎস্ক শহরকে স্বাধীন বলে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরাই এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করছে।

বিগত কয়েক সপ্তাহ ধরেই ফের একবার ইউক্রেনের উপরে হামলা বাড়িয়েছে রুশ সেনা। কিয়েভ সহ আশপাশের এলাকায় লাগাতার গোলাবর্ষণ করা হচ্ছে। সম্প্রতি ইউক্রেনের অন্য়তম গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলকেও রাশিয়া স্বাধীন বলে ঘোষণা করে। রাষ্ট্রসঙ্ঘের প্রধানের ইউক্রেন সফরের মাঝেও কিয়েভে হামলা চালায় রুশ বাহিনী।

Next Article