ভেঙে পড়ল আজ়ারবাইজ়ানের বিমান, ক্ষমা চাইলেন পুতিন! হচ্ছেটা কী?

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 29, 2024 | 7:29 AM

Azerbaijan Plane Crash: দিনদুয়েক আগেই যখন শোনা গিয়েছিল যে রাশিয়ার কারণেই বিমান দুর্ঘটনাটি ঘটেছে, তখন ভীষণ রেগে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার নামে যাতে দোষ না দেওয়া হয়, তাও চড়া সুরে বলেছিলেন পুতিন।

ভেঙে পড়ল আজ়ারবাইজ়ানের বিমান, ক্ষমা চাইলেন পুতিন! হচ্ছেটা কী?
আজ়ারবাইজানের বিমান দুর্ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন।
Image Credit source: PTI

Follow Us

মস্কো: সন্দেহ আগেই হয়েছিল, কিন্তু চড়া সুরে পুতিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আজারবাইজানের বিমান দুর্ঘটনার জন্য যেন রাশিয়াকে দাগিয়ে না দেওয়া হয়। রাতারাতি হঠাৎ সুর বদল। যে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনিই চাইলেন ক্ষমা। কেন?

গত ২৫ ডিসেম্বর কাজাকিস্তানে ভেঙে পড়ে একটি বিমান। ৩৮ জন যাত্রীর মৃত্যু হয়। এই বিমান দুর্ঘটনার জন্যই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে শনিবার ক্ষমা চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জানা গিয়েছে,  কাজাকিস্তানের আকটাউ শহরের কাছে ভেঙে পড়লেও, দুর্ঘটনার সময় রাশিয়ার এয়ারস্পেসে ছিল ওই বিমান। দক্ষিণ রাশিয়ার রুট ধরে এগোচ্ছিল বিমানটি, কিন্তু তার রুট বদল করে দেওয়া হয় অকস্মাৎ।

রাশিয়ার দাবি, বিমানটি যে পথে এগোচ্ছিল, সেখানেই ইউক্রেনের ড্রোন একের পর এক শহরে হামলা চালাচ্ছিল। কোনও সমস্যায় পড়ে গ্রোজ়নি বিমানবন্দরে অবতরণ করার অনুমতি চায় আজারবাইজানের ওই বিমানটি, কিন্তু সেই সময় ইউক্রেন গ্রোজ়নি, মোজ়দাক ও ভ্লাদিকাভকাজ়ে হামলা করছিল। পাল্টা জবাব দেয় রাশিয়ার বায়ুসেনাও। এই যুদ্ধের মাঝে সাধারণ  যাত্রী বোঝাই বিমানকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি সুরক্ষার কথা মাথায় রেখে। কিন্তু শেষ রক্ষা আর হল না।

ক্রেমলিনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়ার এয়ারস্পেসে ঘটা দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।”

প্রসঙ্গত, দিনদুয়েক আগেই যখন শোনা গিয়েছিল যে রাশিয়ার কারণেই বিমান দুর্ঘটনাটি ঘটেছে, তখন ভীষণ রেগে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার নামে যাতে দোষ না দেওয়া হয়, তাও চড়া সুরে বলেছিলেন পুতিন।

Next Article
চট্টগ্রাম বন্দরে রহস্যজনক কন্টেনার, একটা লেখাই বলে দিচ্ছে গোপনে আঁটা ভয়ঙ্কর ফন্দি!
রানওয়ে থেকে গোঁত্তা খেয়ে বিস্ফোরণ বিমানে! মৃত ১৭৯ যাত্রী, বছর শেষে ভয়ঙ্কর দুর্ঘটনা