Russia-Ukraine Conflict : ভারতীয়দের উদ্ধারাভিযানে হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসবাণী পুতিনের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 07, 2022 | 5:12 PM

PM Modi Spoke To Putin : সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইউক্রেনের সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এই নিয়ে তৃতীয়বার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। তবে মোদীর বক্তব্যের মূলেই ছিল ভারতীয়দের নিরাপদ উদ্ধারাভিযান।

Russia-Ukraine Conflict : ভারতীয়দের উদ্ধারাভিযানে হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসবাণী পুতিনের
পুতিনের সঙ্গে কথা নরেন্দ্র মোদীর।

Follow Us

নয়া দিল্লি : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ একাদশ দিন পেরিয়ে আজ দ্বাদশ দিনে পড়ল। কিন্তু যুদ্ধ বিরতির কোনও ইঙ্গিত পাওয়া যায়নি রাশিয়ার তরফে। ইউক্রেন দখল করতে মরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের উপর রাশিয়ার এই অমানবিক হামলার বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বের একাধিক দেশ। রাশিয়া-ইউক্রেনের সংঘাতের মধ্যেই ইউক্রেনে আটকে পড়েছিল বহু ভারতীয়। এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার ভারতীয়কে কেন্দ্রের উদ্ধারাভিযান ‘অপারেশন গঙ্গার’ মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনও একাধিক ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে রয়েছে। ইউক্রেনের একটি শহর সুমিতে আটকে রয়েছেন প্রায় ৭০০ জন পড়ুয়া। এই পরিস্থিতিতে আজ রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইউক্রেনের সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এই নিয়ে তৃতীয়বার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। তবে মোদীর বক্তব্যের মূলেই ছিল ভারতীয়দের নিরাপদ উদ্ধারাভিযান।

সূত্রের খবর, ৫০ মিনিট ধরে পুতিনের সঙ্গে কথাবার্তা চলে মোদীর। ইউক্রেনের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে খবর, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সমঝোতা নিয়ে মোদীকে জানান পুতিন। পুতিনের সঙ্গে কথাবার্তায় এখনও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যাতে সুমিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে সম্মতি জানিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুতিন আশ্বস্ত করেছেন যে সুমি থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ উদ্ধারে সবরকম সাহায্য করা হবে রাশিয়ার তরফে।

 

যুদ্ধবিরতি নিয়ে রুশ এবং ইউক্রেন প্রতিনিধিদের মধ্যে বেলারুশ সীমান্তে দুই দফার বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। এইবার পুতিনের সঙ্গে কথাবার্তা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে সমঝোতা প্রসঙ্গে সরাসরি কথা বলার আর্জি জানিয়েছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারতীয়দের উদ্ধারাভিযানের জন্য সুমি সহ ইউক্রেনের বিভিন্ন শহরে কিছুক্ষণের যুদ্ধবিরতি ঘোষণা এবং মানবিক করিডরের মাধ্যমে তাঁদের বের করে আনার জন্য পুতিনের প্রচেষ্টাকে প্রশংসা করেছেন।

ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে থাকা ভারতীয়তদের নিরাপদে দেশে ফেরানোর জন্য মানবিক করিডের ব্যবস্থা করতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ,খারকিভ, মারিউপল ও সুমিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন।সরকারি সূত্রে জানা গিয়েছে, দুই রাষ্ট্র প্রধানের মধ্যে প্রায় ৩৫ মিনিট কথা হয়েছে। ফোনে জ়েলেনস্কির থেকে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে যাবতীয় খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন কূটনৈতিক আলোচনার বিষয়টিকেও ধন্যবাদ জানিয়েছেন মোদী। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ইউক্রেন প্রশাসনের ভূমিকার প্রশংসাও করেছেন মোদী।

আরও পড়ুন : PM Modi to Talk with Russia & Ukraine’s President: ১১ দিন পরও থামেনি যুদ্ধ, আজই পুতিন-জ়েলেনস্কির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

Next Article