মস্কো: থরথর করে কাঁপছেন ভ্লাদিমির পুতিন। দুলছেন সামনে-পিছনে। পা কাঁপছে, দৃশ্যতই কষ্ট হচ্ছে দাঁড়াতে। ফের এক ভাইরাল ভিডিয়ো থেকে রুশ রাষ্ট্রপতির স্বাস্থ্যের বিষয়ে উসকে উঠল জল্পনা। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুসারে, ক্রেমলিনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট। ফিল্মমেকার নিকিতা মিখাইলোভের হাতে রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় পুরস্কার তুলে দেন পুতিন। এরপরই পোডিয়ামের পাশেই দাঁড়িয়ে থাকা পুতিনের ওই অবস্থা ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিয়োটির সত্যতা যাচাই করা যায়নি। তবে, রুশ-ইউক্রেন যুদ্ধের গোড়া থেকেই রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জল্পনা রয়েছে। শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও সুস্থ নেই পুতিন, কেউ কেউ এমনও দাবি করেছেন।
কী দেখা গিয়েছে ওই ভাইরাল ভিডিয়োতে? এক ব্যক্তি পোডিয়ামে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। পাশেই দাঁড়িয়ে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে, সাধারণত পুতিনকে একেবারে লৌহ কঠিন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুতিন সমানে দুলে যাচ্ছেন। ভারসাম্যের সমস্যা হচ্ছে তাঁর। শরীরের ভর একবার তাঁর সামনে পড়ছে, একবার পিছনে। এরপর পুতিন নিজেই ভাষণ দেন। পোডিয়ামে দাঁড়িয়েও তাঁর অস্বস্তি কমেনি। তাঁর হাঁটু ভাঁজ হয়ে যেতে দেখা গিয়েছে, পা কাঁপতে দেখা গিয়েছে। একভাবে দাঁড়িয়ে থাকার বদলে বারবার তাঁকে পা নাড়তে দেখা গিয়েছে। ধরা পড়েছে অস্বস্তি।
Putin’s legs shaking, he looks unsteady on his feet, fueling more speculation about his health. Video was taken Sunday. pic.twitter.com/TIVfK30tAp
— Mike Sington (@MikeSington) June 14, 2022
‘দ্য পোস্ট’এর এক প্রতিবেদনে এই ভিডিও ফুটেজকে অত্যন্ত উদ্বেগজনক বলা হয়েছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তাঁর স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হতে পারে বলে, ডাক্তাররা ভ্লাদিমির পুতিনকে দীর্ঘ সময় জনসমক্ষে না থাকার পরামর্শ দিয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা হয়েছে পুরোপুরি ‘জেনারেল এসভিআর’ নামে এক টেলিগ্রাম চ্যানেলের দাবির ভিত্তিতে। এই টেলিগ্রাম চ্যানেলটি, ক্রেমলিনের এক সামরিক কর্তা গোপনে চালান বলে মনে করা হয়। তবে, এই চ্যানেলের দাবিগুলি আদৌ সত্য কিনা, তাই নিয়ে প্রশ্ন রয়েছে।
পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনায় অনেক কথাই উঠে এসেছে। কেউ কেউ দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। তিনি রক্তের ক্যান্সার-সহ একাধিক রোগে ভুগছেন। পুতিনের শরীরেও এই অসুস্থতার ছাপ পড়ছে বলে দাবি করা হয়েছে। তাঁর মুখ ফুলে গিয়েছে। একটানা দাঁড়িয়ে থাকতে এবং বসে থাকতে সমস্যা হচ্ছে তাঁর। এমনকী, রণকৌশল গঠনে তিনি যেরকম তাড়াহুড়ো করছেন – তা থেকেও তাঁর অসুস্থতার বিষয়টি ধরা পড়ছে বলে দাবি করেছেন কেউ কেউ।
মার্কিন পত্রিকা, ‘দ্য নিউ লাইনস ম্যাগাজিনের’ এক সাম্প্রতিক প্রতিবেদনেও দাবি করা হয়েছে যে, পুতিনের ব্লাড ক্যান্সার হয়েছে। স্কাই নিউজকেই দেওয়া সাক্ষাতকারে প্রাক্তন ব্রিটিশ গুপ্তচর ক্রিস্টোফার স্টিল-ও দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ‘গুরুতর অসুস্থ’ এবং ইউক্রেনে হামলার পিছনে এই অসুস্থতার বড় ভূমিকা রয়েছে। মঙ্গলবারই আবার ফক্স নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশ সফরে গেলে পুতিনের মলমূত্রও স্যুটকেসে ভরে দেশে ফিরিয়ে নিয়ে আসেন তাঁর দেহরক্ষীরা। রুশ প্রেসিডেন্টের মলমূত্র থেকে তাঁর অসুস্থতা ধরা পড়ে যেতে পারে, এই আশঙ্কাতেই এই অদ্ভুত ব্যবস্থা গ্রহণ করা হয়।