Bangla News World Saudi Arabia crown prince MBS plans 500 billion dollar megacity NEOM
NEOM city: উড়ন্ত ট্যাক্সি, কৃত্রিম চাঁদ! ৫০,০০০ কোটি ডলারে মায়ানগরী গড়ছেন সৌদি শাহজাদা, দেখুন ছবিতে ছবিতে
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী
Jul 18, 2022 | 3:04 AM
NEOM Saudi New Megacity project: গত সপ্তাহে এক মরুভূমিকে একটি 'নিওম' নামে এক উচ্চ প্রযুক্তির শহরাঞ্চলে পরিণত করার পরিকল্পনার ঘোষণা করেছেন। শহরটির আকার হবে প্রায় বেলজিয়ামের সমান। জেনে নিন কেন বিশ্বের অনান্য সব শহরের থেকে এটি হবে আলাদা।
1 / 8
পর্যটন ও অর্থনীতির উন্নয়ন লক্ষ্য। এখনও পর্যন্ত জ্বালানি তেলই সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু, দেশকে এই তেল নির্ভরতা থেকে বের করে আনতে চাইছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স অর্থাৎ শাহজাদা, মহম্মদ বিন সালমান বা এমবিএস। এই লক্ষ্যে গত সপ্তাহে তিনি এক অত্যন্ত উচ্চাভিলাষী নির্মাণ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এক মরুভূমিকে একটি উচ্চ প্রযুক্তির শহরাঞ্চলে পরিণত করবেন বলেছেন। যে শহরের আকার হবে প্রায় বেলজিয়ামের সমান। আর তার নাম হবে 'নিওম'। গ্রীক শব্দ 'নিও' এবং 'ভবিষ্যত' কথাটির আরবি প্রতিশব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে 'নিওম'। একে মানব সভ্যতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে জটিল প্রকল্পগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক, এই জাদুকরি নির্মাণ প্রকল্পটির সম্পর্কে -
2 / 8
সৌদি আরবের উত্তর-পশ্চিম অঞ্চলে, আকাবা উপসাগর এবং সৌদি আরবের লোহিত সাগরের উপকূল বরাবর বিস্তৃত ২৬,৫০০ কিলোমিটার বর্গক্ষেত্র এলাকা জুড়ে এই নয়া মেগা শহর নির্মাণ করা হচ্ছে। মূল লক্ষ্য থাকবে অর্থনৈতিক বৈচিত্র্য, পরিবেশ সুরক্ষা এবং প্রযুক্তির কার্যকর ও উত্পাদনশীল ব্যবহার। 'নিওম' শহর প্রকল্পের তিনটি উপ-প্রকল্প রয়েছে - 'ট্রোজেনা', 'অক্সাগন' এবং 'দ্য লাইন'।
3 / 8
'ট্রোজেনা' হবে একটি পার্বত্য অঞ্চল। এটি নিওম শহরের কেন্দ্রে অবস্থিত হবে। সৌদি আরবের সর্বোচ্চ শৃঙ্গ হবে এটি। এমবিএস-এর আশা, 'ট্রোজেনা' হবে গোটা বিশ্বের পর্বত পর্যটনের গন্তব্যস্থল। সেখানে পর্যটকদের জন্য একটি স্কি ভিলেজ তৈরি করা হবে। ভোগ বিলাসের অভাব থাকবে না। থাকবে হেল্থ রিসর্টও। মাউন্টেন বাইকিং এবং কিছু কিছু জলক্রীড়ার মতো পরিষেবাও মিলবে।
4 / 8
নিওমের আরেকটি উপ-প্রকল্প হল 'অক্সাগন'। এটিকে, 'বিশ্বের বৃহত্তম ভাসমান শিল্প কমপ্লেক্স' হতে চলেছে বলে দাবি করা হয়েছে। প্রকল্পটি আমেরিকার নিউইয়র্ক সিটির আকারের ৩৩ গুণ বড় হবে। 'অক্সাগন', নিওম শহরকে একটি 'নেট-জিরো শহর' হিসেবে গড়ে তোলার লক্ষ্যপূরণ করবে। 'নেট-জিরো শহর' অর্থাৎ, এই শহরে ১০০ শতাংশ বিদ্যুতের প্রয়োজনীয়তা মেটানো হবে অজীবাশ্মভিত্তিক শক্তি দিয়ে। পাশাপাশি, এই শহরে ইন্টারনেট অব থিংস বা আইওটি (IoT), কৃত্রিম এবং ভবিষ্যৎমুখী বুদ্ধিমত্তা, মানব-মেশিন লার্নিং এবং রোবোটিক্স-সহ আরও বেশ কিছু উন্নত প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। এখানে উড়ন্ত ট্যাক্সিও দেখা যাবে বলে দাবি করা হচ্ছে।
5 / 8
'দ্য লাইন' হল নিওম স্মার্ট সিটির আরেকটি উপ-প্রকল্প। এটি একটি 'স্মার্ট লিনিয়ার সিটি'। ১০ লক্ষ বাসিন্দা এখানে থাকতে পারবেন। পরিবেশবান্ধব উপায়ে নগরোন্নয়ন করা হবে। রাস্তায় কোনও গাড়ি চলবে না। দাবি করা হচ্ছে, মাত্র পাঁচ মিনিটের হাঁটার মাধ্যমেই দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবেন বাসিন্দারা। লাইন শহর পরিচালনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। শহরটি যাতে 'কার্বন-পজিটিভ' হয় এবং ১০০ শতাংশ ক্লিন এনার্জি (দূষণহীণ শক্তি) ব্যবহার করে, তা নিশ্চিত করবে এইআই।
6 / 8
২০২৬ সালের মধ্য়েই এই উচ্চাকাঙ্খী প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই শহর তৈরির জন্য ৫০০ বিলিয়ন অর্থাৎ, ৫০,০০০ কোটি মার্কিন ডলার বাজেট ধার্য করা হয়েছে। শহরটিতে, অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে, যা একে বিশ্বের অন্যান্য সব শহরের থেকে অনন্য করে তুলবে বলে দাবি করেছেন এমবিএস।
7 / 8
ব্লুমবার্গের মতে, নিওম শহরে উড়ন্ত লিফট, স্পেসপোর্ট বা মহাকাশযান নামার মতো বন্দর থাকবে। এই শহরের বাড়িগুলিও হবে অনন্য প্রকৃতির। ডাবল হেলিক্স অর্থাৎ মানব জিনের মতো প্যাঁচানো কাঠামো, বাজপাখির ডানা মতো ছড়িয়ে থাকা কাঠামো, এবং প্রস্ফুটিত ফুলের মতো কাঠামোর ভবন দেখা যাবে। এমনকি, শহরে একটি কৃত্রিম চাঁদও দেখা যাবে।
8 / 8
এছাড়া, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমবিএস শহরের পরিকল্পনাকারীদের নিওম শহরে ১০ টি প্রাসাদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। এর প্রতিটির আকার হবে একটি প্রমাণ মাপের ফুটবল মাঠের থেকেও বড়। এই প্রতিটি প্রাসাদ তৈরির খরচ পড়তে পারে ৪ কোটি মার্কিন ডলার।