ভার্জিনিয়া: ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। আমেরিকায় ভার্জিনিয়ার চেসাপিকে ওয়ালমার্ট স্টোরের ভিতরে হামলা চালায় বন্দুকবাজেরা। এই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর মিলেছে। তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। চেসাপিক সিটি পুলিশ জানিয়েছে, গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে উপস্থিত হন।
ওয়ালমার্ট স্টোর পৌঁছেই পুলিশ দেখে সেখানে একাধিক মৃত ও আহত ব্যক্তি পড়ে রয়েছেন। চেসাপিক সিটি পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিক লিও কোসিন্সকি সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা বেশ কিছু মৃতদেহ ও আহত ব্যক্তিদের দেখতে পেয়েছি।’ তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেই তাঁরা তৎক্ষণাৎ স্টোরের মধ্যে ঢুকে পড়েন। চেসাপিক সিটি পুলিশের অনুমান, কোনও একজন বন্দুকবাজই এই হামলা চালিয়েছে। সেই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে খবর।
Chesapeake Police confirm an active shooter incident with fatalities at the Walmart on Sam’s Circle. The shooter is deceased. Follow us here for the only official updates. Our first responders are well-trained and prepared to respond; please give them space to do so.
— City of Chesapeake (@AboutChesapeake) November 23, 2022
#UPDATE A Chesapeake police spokesperson tells us at this point he believes no more than 10 people have died. It’s unclear if the shooter was an employee. The shooter is now deceased. Officers are walking through the Walmart super center checking for victims. @WAVY_News pic.twitter.com/gZs4CDV0q8
— Michelle Wolf (@MichelleWolfTV) November 23, 2022
এই ঘটনার ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওয়ালমার্ট স্টোরের কাছে পুলিশ স্টোরের ভিতরে তল্লাশি চালাচ্ছে এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা সঠিকভাবে জানা যায়নি। তবে পুলিশের অনুমান, অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। তবে বন্দুকবাজ ওই ওয়ালমার্ট স্টোরেরই একজন কর্মী হতে পারে বলে মনে করছে চেসাপিক সিটি পুলিশ।