Bangladesh News: ‘ঘরে’ ফিরছেন হাসিনা? বছরের প্রথম দিনেই বড় দাবি বাংলাদেশের চিফ প্রসিকিউটরের

Avra Chattopadhyay |

Jan 01, 2025 | 5:08 PM

Bangladesh News: সাংবাদিক বৈঠক থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাসিনার বিচারের দিনক্ষণ কার্যত ঠিক করে দেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। তিনি আরও বলেন, 'প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু হবে।'

Bangladesh News: ঘরে ফিরছেন হাসিনা? বছরের প্রথম দিনেই বড় দাবি বাংলাদেশের চিফ প্রসিকিউটরের
Image Credit source: Getty Image

Follow Us

ঢাকা: শেখ হাসিনার বিরুদ্ধে ফের সুর চড়াল বাংলাদেশ। এই বছরেই জুলাই গণহত্যার বিচারের বছর, দাবি সেদেশের চিফ প্রসিকিউটরের। এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের ‘অপরাধের’ বিচারও এই বছরই হবে বলে দাবি করেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠক থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাসিনার বিচারের দিনক্ষণ কার্যত ঠিক করে দেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগের সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এমনকী জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের তদন্তও চলছে।’

ইতিমধ্যে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ধারার ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুন্যাল। তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরয়ানাও। হাসিনাকে দেশে ফেরত আনতে নয়াদিল্লির দিকেই চাতক পাখির মতো চেয়ে আছে ইউনূস সরকার। কিন্তু আপাতত কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ সাউথ ব্লক।

বাংলাদেশের বিদেশমন্ত্রকের দাবি, আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিচারপ্রক্রিয়াকে অব্যাহত রাখতেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনতে চায় তারা। এবার সেই আবহেই এমন মন্তব্য সেদেশের চিফ প্রসেকিউটরের। তাহলে হাসিনাকে কি দেশে ফেরাতে গোপনে ফন্দি আঁটছে বাংলাদেশ? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, বছর শেষের আগে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে বিতর্ক দেখা যায় ছাত্রদল ও ইউনূস সরকারের মধ্যে। অবশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের দাবি জানায় ছাত্রনেতারা। পাশাপাশি দাবি জানায়, আগে শেখ হাসিনার বিচার, তারপর দেশে নির্বাচন। তাদের দাবি মানবাধিকার লঙ্ঘনের অপরাধের ভিত্তিতে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারপরই দেশে নির্বাচন সম্ভব।

Next Article