Bangladesh: এবার কোপ হাসিনা-কন্যার উপরও, ইউনূস সরকার নালিশ করতেই চরম সিদ্ধান্ত নিল WHO
Sheikh Hasina Daughter: ইউনূস সরকারের তরফে অভিযোগ করা হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো হাই-প্রোফাইল চাকরির মতো শিক্ষাগত যোগ্যতা সাইমার নেই। সাইমা তাঁর মায়ের প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানের চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হয়।

ঢাকা: শেখ হাসিনার পর এবার কোপ তাঁর কন্যার উপরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হল হাসিনা-কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে। বাংলাদেশের ইউনূস সরকারের অভিযোগের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। ইউনূস সরকারের তরফে অভিযোগ, হাসিনা জমানায় দুর্নীতিতে জড়িত ছিলেন তাঁর কন্যা সাইমা ওয়াজেদ। এই অভিযোগ পাওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস ঘেব্রেয়িওসিস ইমেলের মাধ্যমে কর্মীদের জানান যে ১১ জুলাই থেকে সাইমা ওয়াজেদ ছুটিতে থাকবেন। তিনি কবে ছুটি থেকে ফিরবেন, তা উল্লেখ করা হয়নি।
ওই ইমেলেই জানানো হয়েছে, সাইমার বদলে হু-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল ডঃ ক্যাথেরিনা বোয়েমি দক্ষিণ-পূর্ব এশিয়ার দায়িত্ব সামলাবেন।
প্রসঙ্গত, চলতি বছরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে অ্যান্টি কোরাপশন কমিশন বা দুর্নীতি প্রতিরোধ কমিশন সাইমা ওয়াজেদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ, নিজের ও মায়ের (শেখ হাসিনা) প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে আনুমানিক ২.৮ মিলিয়ন ডলার তুলেছিলেন, যা সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে নিজের হস্তগত করেছিলেন।
ইউনূস সরকারের তরফে আরও অভিযোগ করা হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো হাই-প্রোফাইল চাকরির মতো শিক্ষাগত যোগ্যতা সাইমার নেই। সাইমা তাঁর মায়ের প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানের চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির পদে ছিলেন বলেও দাবি করেছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের তরফে অস্বীকার করা হয়।

