Shooting: ফুটবল ম্যাচের মাঝেই ব্রাসেলসে বন্দুকবাজের হামলা, মৃত ২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 17, 2023 | 8:09 AM

Brussels: সুইডেন ও বেলজিয়ামের ফুটবল ম্যাচ চলছিল কিং বাউডুইন স্টেডিয়ামে। সেই স্টেডিয়াম থেকে কিছুটা দূরে বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বন্দুকবাজের গুলিতে ২ জনের মৃত্যুও হয়েছে। এটা 'জঙ্গি হামলা' বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু।

Shooting: ফুটবল ম্যাচের মাঝেই ব্রাসেলসে বন্দুকবাজের হামলা, মৃত ২
বেলজিয়ামের রাজধানী শহরে বন্দুকবাজের হামলা।
Image Credit source: GETTY

Follow Us

ব্রাসেলস: সুইডেন ও বেলজিয়ামের ফুটবল ম্যাচ চলছিল কিং বাউডুইন স্টেডিয়ামে। সেই স্টেডিয়াম থেকে কিছুটা দূরে বন্দুকবাজের হামলায় (shooting) রক্তাক্ত হল বেলজিয়ামের (Belgium) রাজধানী ব্রাসেলস। বন্দুকবাজের গুলিতে ২ জনের মৃত্যুও হয়েছে। সোমবারের এই ঘটনার পরই ম্যাচ পরিত্যক্ত করে দেওয়া হয়। এটা ‘জঙ্গি হামলা’ বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজের গুলিতে নিহত ২ জনই সুইডেনের নাগরিক। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। ফ্লুরোসেন্ট কমলা রঙের জ্যাকেট পড়ে হামলাটি চালায় বন্দুকবাজ। ২ সুইডিশ নাগরিকের মৃত্যুর পরই স্কুটার চালিয়ে সে চলে যায়। ঘটনার পরই গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। অভিযুক্ত বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ সুইডেন ও বেলজিয়ামের ম্যাচের বিরতি হয়। সেই সময়ই ব্রাসেসের উত্তরে কিং বাউডুইন স্টেডিয়াম থেকে কিছুটা দূরে প্রকাশ্যে এক বন্দুরবাজ স্কুটারে করে এসে এলোপাতাড়ি গুলি চালায়। সুইডিশ নাগরিকদের নিশানা করেই হামলাটি চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। গোটা ঘটনায় হতবাক ক্রু সুইডিশের পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি এই বন্দুকবাজের হামলাটিকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি।

অন্যদিকে, এই হামলার পরই সুইডিশ খেলোয়াড়রা আর খেলা চালিয়ে যেতে চাননি। স্বাভাবিকভাবেই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর মধ্যে বেলজিয়ািমে বন্দুকবাজের হামলা ও সুইডিশ নাগরিকের মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই জঙ্গি হামলার আশঙ্কাই উসকে দিয়েছে। বন্দুকবাজ হামলার পরই ব্রাসেলস শহরে সতর্কতা জারি করেছে পুলিশ।

Next Article