সিঙ্গাপুর সিটি: সিঙ্গাপুরের প্রেসিডেন্ট (Singapore president) নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত নেতা তথা বিশিষ্ট অর্থনীতিবিদ। পিপলস অ্যাকশন পার্টির (PAP) প্রাক্তন নেতা থারমান শানমুগারাতনাম সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রীও ছিলেন। দীর্ঘ এক দশক পর শুক্রবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হল। আর এই নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে দেশের শীর্ষ পদে আসীন হলেন থারমান। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে থারমানের সঙ্গে একসঙ্গে কাজ করতে উৎসুক হয়ে রয়েছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী।
নির্বাচন কমিশন খবর, প্রেসিডেন্ট পদের লড়াইয়ে থারমান শানমুগারাতনামের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিল্পপতি এনজি কোক সং এবং বিমাপ্রতিষ্ঠানের প্রাক্তন কর্তা তান কিন লিয়ান। দুজনেরই বয়স ৭৫ বছর। শেষ পর্যন্ত ৭০.৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদে আসীন হলেন ৬৬ বছর বয়সি থারমান। দেশের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে সিঙ্গাপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন থারমান শানমুগারাতনাম। তিনি বলেন, “আমার সমস্ত সঙ্গী ও সিঙ্গাপুরবাসীকে ধন্যবাদ, যাঁরা ভোট দিয়ে আমাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। সিঙ্গাপুরের বাসিন্দা হিসাবে আমরা পরস্পরকে সমর্থন করব ও এগিয়ে নিয়ে যাব। আমার সঙ্গীরা নির্বাচনী প্রচারে কঠোর পরিশ্রম করে আমাকে জয়ী করিয়েছেন তাঁদের ধন্যবাদ।”
প্রসঙ্গত, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের মেয়াদ ৬ বছর। নির্বাচনের ভিত্তিতে প্রেসিডেন্ট মনোনীত করার কথা থাকলেও এক যুগেরও বেশি সময় প্রেসিডেন্ট নির্বাচন হয়নি। ক্ষমতাসীন দল পিপল’স অ্যাকশন পার্টির সুপারিশের ভিত্তিতে এতদিন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হতো।