করোনাজয়ীদের দেহে স্পুটনিকের ১ ডোজ়েই কাহিল ভাইরাস, দাবি গবেষণায়

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 12, 2021 | 7:34 PM

ইতিমধ্যেই প্রথম ডোজ় সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে জার্নাল সায়েন্স ডিরেক্টে।

করোনাজয়ীদের দেহে স্পুটনিকের ১ ডোজ়েই কাহিল ভাইরাস, দাবি গবেষণায়
ফাইল চিত্র

Follow Us

মস্কো: স্পুটনিক করোনার (COVID 19) ডেল্টা ভ্যারিয়েন্ট রুখছে। এ কথা আগেই জানিয়েছেন নির্মাতারা। এ বার আরও এক ধাপ এগিয়ে গবেষণা বলছে, করোনাজয়ীদের দেহে টিকার একটি ডোজ়ই কাবু করতে পারছে ভাইরাসকে। আর্জেন্তিনায় স্বাস্থ্যকর্মীদের ওপর ট্রায়ালের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। তাঁদের দাবি স্পুটনিকের এক ডোজ়ই করোনার বিরুদ্ধে ৯০ শতাংশের বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারছে ।

তবে দ্বিতীয় ডোজ়ে প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে বলেই মত তাঁদের। ইতিমধ্যেই প্রথম ডোজ় সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে জার্নাল সায়েন্স ডিরেক্টে। এর আগে হায়দরাবাদের এআইজি হাসপাতালের একটি গবেষণাতেও জানা গিয়েছিল, করোনাজয়ীদের দেহে কোভিশিল্ডের এক ডোজ়ই করোনায় প্রতিরোধ গড়ে তুলছে। এ বার সেই একই হিসেব দেখা গেল স্পুটনিক ভি-এর ক্ষেত্রেও।

রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউট অব টেকনলজির ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন , ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী স্পুটনিক ভি। রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস এর গবেষণাও বলছে করোনার ডেল্টা স্ট্রেনকে ৯০ শতাংশ পর্যন্ত প্রতিহত করতে পারে স্পুটনিক ভি। প্রধান গবেষক নেতেসভের দাবি, করোনার প্রাথমিক স্ট্রেনের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকরী স্পুটনিক। আর ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরিতা ৯০ শতাংশ। দেশে অনুমোদিত প্রতিষেধকগুলির মধ্যে অন্যতম স্পুটনিক। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে জোর কদমে চলছে রাশিয়ার এই প্রতিষেধকের টিকাকরণ। এর আগে ডেল্টার বিরুদ্ধে কার্যকরিতার প্রমাণ মিলেছে মডার্নার। সংস্থার দাবি, তাদের প্রতিষেধকে ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টিবডি গড়ে উঠছে। সংস্থা এরপর বিবৃতিতে জানিয়েছে করোনার সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কাজ করছে মডার্না। আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে ‘গদিচ্যুত’ ওলি, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী?

Next Article