South Korea: ‘খিদে পেয়েছিল…’, মিউজিয়ামে সাজানো ৯৯ লক্ষ টাকার ১টি কলা খেয়ে নিলেন ছাত্র

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 01, 2023 | 11:55 PM

South Korean student eats artwork: দক্ষিণ কোরিয়ার এক জাদুঘরে গিয়ে এক ছাত্র খেয়ে ফেললেন একটি শিল্পকর্ম। যা প্রায় ৯৯ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।

South Korea: খিদে পেয়েছিল..., মিউজিয়ামে সাজানো ৯৯ লক্ষ টাকার ১টি কলা খেয়ে নিলেন ছাত্র
'কমেডিয়ান' - ৯৯ লক্ষ টাকায় বিক্রি হয়েছে এই শিল্পকর্ম

Follow Us

সিওল: গোটা পৃথিবীকে চমকে দিয়েছিলেন ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান। দেওয়ালে ডাক্ট টেপ দিয়ে লাগানো কলা – ‘কমেডিয়ান’ নামে তাঁর এই বিশ্বখ্য়াত শিল্পকর্ম বিক্রি হয়েছিল ১ লক্ষ ২০ হাজার ডলার বা প্রায় ৯৯ লক্ষ টাকায়। বিশ্বব্যাপী শিল্প অনুরাগীদের এই কলা তাক লাগিয়ে দিলেও, বিস্মিত হতে পারে, দক্ষিণ কোরিয়ার এক জাদুঘরে গিয়ে এক ছাত্র কিন্তু সেই শিল্পকর্মই, অর্থাৎ, কলাটি খেয়ে ফেললেন! জাদুঘরে ক্যাটেলানের শিল্পকর্মটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। ছাত্রটি দাবি করেছেন, তিনি ওটাকে শিল্পকর্ম বলে বুঝতেই পারেননি। তিনি ভেবেছিলেন, ওটা বোধহয় খাওয়ার জন্য রাখা।

কলাটি খেয়ে ফেলার পর নোহ আবার খোসাটি দেওয়ালে লাগিয়ে দেন

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে। সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির আর্টের ছাত্র নোহ হুইন-সো বেড়াতে গিয়েছিলেন লিওম মিউজিয়াম অব আর্ট-এ। সেখানে ক্যাটেলানের শিল্পকর্মের প্রদর্শনী চলছিল, তারই অংশ ছিল ‘কমেডিয়ান’। দেওয়ালে একটি পাকা কলা লাগানো ছিল। নোহ কলাটি ডাক্ট টেপ থেকে খুলে সেটি খেয়েছিলেন এবং তারপরে মিউজিয়ামেরই দেওয়ালে খোসাটা ডাক্ট টেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরো ঘটনার একটি এক মিনিটের ভিডিয়োও রেকর্ড করেন নোহের বন্ধু। সেটি পরে অনলাইনে পোস্টও করা হয়। তাতে দেখা যাচ্ছে নোহ দেওয়াল থেকে কলাটি নেওয়ার সময় তাঁকে সতর্ক করছেন মিউজিয়ামের কর্মীরা। কিন্তু, নোহ তাতে সাড়া না দিয়ে শান্ত ভাবে কলাটি খেতে শুরু করে। পরে জাদুঘরের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। নোহ দাবি করে, সে প্রাতঃরাশ করে আসেনি, তার খুব খিদে পেয়েছিল। তাই সে কলাটি খেয়ে ফেলেছে।

নোহের কলাটি খাওয়ার মুহূর্ত

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরে জাদুঘর কর্তৃপক্ষ ওই একই জায়গায় একটি নতুন পাকা কলা লাগিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ছাত্রের বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগ করা হবে না। বস্তুত, পাকা কলাটি প্রতি দুই বা তিন দিন অন্তর বদলে দেওয়া হয়। পরে স্থানীয় সংবাদ মাধ্যমকে নোহ বলেছে, “ক্যাটেলানের কাজ একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ। বিদ্রোহের বিরুদ্ধে আরেকটি বিদ্রোহ হতে পারে। একটি শিল্পকর্মের ক্ষতি করাকে আরেকটি শিল্পকর্ম হিসাবেও দেখা যেতে পারে। আমি ভেবেছিলাম, এটি আরও আকর্ষণীয় হবে। এটা কি সত্যিই খাওয়ার জন্য ওখানে টেপ দিয়ে লাগানো হয় না?” খোদ ক্যাটেলান জানিয়েছেন এতে তাঁর কোনও সমস্যা নেই। বস্তুত, এর আগে ২০১৯ সালেও পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড দাতুনা, মায়ামির আর্ট বাসেলে দেওয়াল থেকে কলাটি টেনে নিয়ে খেয়ে নিয়েছিলেন। সেই ক্ষেত্রেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।

Next Article