কলম্বো: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। আগামী সাতদিনের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, শুক্রবার এমনটাই ঘোষণা করলেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা। তিনি জানান, আজ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা গ্রহণ করা হয়েছে। শীঘ্রই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
চরম আর্থিক সঙ্কটে ডুবে থাকা শ্রীলঙ্কায় ধৈর্য্যের বাঁধ ভেঙেছে সাধারণ মানুষের। মাসের পর মাস চরম কষ্টে দিন কাটানোর পরও সমস্যার কোনও সুরাহা না হওয়াতেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে পথে নামেন। এদিকে, বিক্ষোভের মুখে পড়েই মঙ্গলবার রাতে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষ। তিনি প্রথমে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মলদ্বীপে যান। সেখানে একদিন থাকার পর বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে পালিয়ে যান। সেখান থেকেই তিনি ইমেইলের মাধ্যমে ইস্তফাপত্র পাঠান। গতকাল রাতেই শ্রীলঙ্কার সংসদের স্পিকার গোতাবায়া রাজাপক্ষের ইস্তফাপত্র পাওয়ার কথা জানান। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে ওই ইস্তফাপত্র গ্রহণ করা হয়।
#UPDATE Sri Lanka's parliamentary speaker says President Gotabaya Rajapaksa's resignation has been accepted after the leader fled the country earlier this week.
"Gotabaya has legally resigned" with effect from Thursday, Mahinda Yapa Abeywardana told reporters pic.twitter.com/xhIXSYjlzK
— AFP News Agency (@AFP) July 15, 2022
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার মাহিন্দা ইয়াপা জানান, গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা গ্রহণ করার পরই সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সংসদে সেই বৈঠক চলছে। শ্রীলঙ্কার পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ১৯ জুলাই মনোনয়ন গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭৮ সালে রাষ্ট্রপতির শাসনাধীনে দেশের সরকার গঠনের ব্যবস্থা চালু করা হয়। গোতাবায়া রাজাপক্ষই শ্রীলঙ্কার প্রথম রাষ্ট্রপতি যিনি মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই ইস্তফা দিতে বাধ্য হলেন।
এদিকে, প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরই গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন গোতাবায়া। গতকালই তিনি মলদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে আশ্রয় নেন। সে দেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্য়ক্তিগত সফরেই সিঙ্গাপুরে এসেছেন গোতাবায়া রাজাপক্ষে। তিনি সরকারি আশ্রয় চাননি বা তাঁকে সেই সুবিধা মঞ্জুরও করা হয়নি।