লাহোর: ভোটের আবহে পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক (State Bank of Pakistan) ঘোষণা করেছে নোটের নতুন সিরিজ চালু করতে চলেছে তারা। আগামী মাস থেকেই হয়ত তা বাজারে আসবে। আর এই নোট বদলে দেশের সমস্ত নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান। নতুন নোট কেমন দেখতে হওয়া উচিত, তা নিয়েই মত চাওয়া হয়েছে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুধুই ‘নোট বদলের খেলা’। ইমরান খান থেকে বাবর আজম, মাহিরা খান থেকে ইন্টারনেট সেনসেশন ছোট্ট দুয়া কে নেই প্রস্তাবের নোটে।
স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান একটি ‘আর্ট কম্পিটিশন’ শুরু করেছে তাদের নোট বদলকে সামনে রেখে। সেখানে দেশের সাধারণ জনগণকে নোটের ডিজাইন শেয়ার করতে বলা হয়েছে। ১১ মার্চের মধ্যে তা জমা দিতে হবে। সেরা ডিজাইন পাবে পুরস্কারও। তাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের ছড়াছড়ি। অনেকেই পছন্দের সেলেব্রিটির মুখ বসিয়ে দিচ্ছেন দেশের নোটে।
My submission!
Make it official https://t.co/ggrTFS3rFr pic.twitter.com/tjYiFmNTWa— Abubakar Javed (@Kakarot_0007) January 31, 2024
Here we go pic.twitter.com/WsbrX2JWOO
— Aiشhahaha (@i_am_aisha56) January 31, 2024
THIS OR NOTHING pic.twitter.com/HAGk81eBZ7
— Gull🦋✨ (@asmagull0) February 1, 2024
এমন পোস্ট দেখে কেউ কেউ বলছেন, এবার কি জিন্নার নোট থেকে সরার সময় এল? প্রসঙ্গত পাকিস্তানের নোটে মহম্মদ আলি জিন্নার ছবি থাকে। কিন্তু এসবিপি প্রতিযোগিতার ঘোষণা করতেই এই ক’দিনে সোশ্যাল মিডিয়ায় জিন্নার জায়গায় কেউ বসিয়ে দিয়েছেন পাক ক্রিকেট তারকা বাবর আজমকে। কেউ আবার ইমরান খান, রাহাত ফতেহ আলি খানকে চান নোটে। প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। ভোটপর্ব মিটলে মার্চ কিংবা এপ্রিলে হয়ত সে দেশের নোটবদল হবে।