Explained: ট্রাম্পের এই একটা দাবি মানলে অনাহারে মরতে হবে ভারতের চাষিদের
Explained: এদিকে ভারতের পড়শি দেশ চিন, তাদের সঙ্গে আবার মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক-যুদ্ধটা এই সময়কালে চরমে উঠেছিল। কখনও হামলা চালিয়ে চিনা পণ্যে কয়েক শতাংশ শুল্ক বাড়িয়ে দিচ্ছিলেন ট্রাম্প।

নয়াদিল্লি: ঘড়ির কাঁটা ঘুরছে। কানে আসছে ‘টিক-টিক’ শব্দ। সময় এবার ফুরিয়ে এল বলেই। কিন্তু বাণিজ্যিক সমঝোতা? তার কী অবস্থা। মাস কতক আগেই বিশ্বজুড়ে একটা সংকটের আবহ তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-সহ একাধিক দেশের উপর শুল্কের খাঁড়া নামিয়ে এনেছিলেন তিনি। পরে অবশ্য ৯০ দিনের একটা রেহাইও দিয়েছিলেন। মূলত সমঝোতা করার জন্য এই সময় দিয়েছিল যুক্তরাষ্ট্র। আপাতত সেই সময়ই শেষ হওয়ার পালা। তবু সমঝোতা বাকি রয়ে গেল ভারতের। কথা-বার্তা এখনও চলছে। এদিকে ভারতের পড়শি দেশ চিন, তাদের সঙ্গে আবার মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক-যুদ্ধটা এই সময়কালে চরমে উঠেছিল। কখনও হামলা চালিয়ে চিনা পণ্যে কয়েক শতাংশ শুল্ক বাড়িয়ে দিচ্ছিলেন ট্রাম্প। তার পাল্টা আবার মার্কিন পণ্যে শুল্ক...





