Canada Strom: ভয়াবহ টর্নেডোতে মৃত ৮, অন্ধকারে ডুবে ৫ লক্ষ মানুষ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 23, 2022 | 1:01 PM

Electric Supply: শনিবার বিকেলে ২ ঘণ্টার টর্নেডোতে (Tornado) সেদেশের বিস্তীর্ণ অংশ বিপর্যস্ত হয়ে পড়েছিল। অন্টারিও এবং কিউবেকে এর প্রভাব সবথেকে বেশি পড়েছিল।

Canada Strom: ভয়াবহ টর্নেডোতে মৃত ৮, অন্ধকারে ডুবে ৫ লক্ষ মানুষ
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

টরোন্টো: সপ্তাহান্তে ভয়াবহ ঝড়ের মুখোমুখি হয়েছে কানাডা (Canada)। দেশের সবথেকে বেশি জনবসতিপূর্ণ প্রদেশে এই ঝড়ের মারাত্মক প্রভাব পড়েছে। ঝড়ের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছে কানাডা প্রশাসন। ভয়বাহ ঝড়ের কারণে গোটা দেশে বিদ্যুৎ বিভ্রাটের (Power Supply Problems) সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই দুই প্রদেশের প্রায় ৫ লক্ষ মানুষ বিদ্যুৎ হীনতার মধ্যে রয়েছেন বলেই জানা গিয়েছে। কানাডা প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার বিকেলে ২ ঘণ্টার টর্নেডোতে (Tornado) সেদেশের বিস্তীর্ণ অংশ বিপর্যস্ত হয়ে পড়েছিল। অন্টারিও এবং কিউবেকে এর প্রভাব সবথেকে বেশি পড়েছিল। ১৩২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় এই দুই প্রদেশের লন্ডভন্ড অবস্থা হয়ে গিয়েছিল। ভয়াবহ ঝড়ের ফলে কানাডার এই দুই প্রদেশে গাছ ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছিল। বিভিন্ন ভোগ্যপণ্য সংস্থা জানিয়েছে, এই ঝড়ের কারণে মেটাল ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মীরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। রবিরার টুইটে ট্রুডো জানিয়েছেন, “অন্টারিও ও কিউবেকে শনিবারের ঝড়ে মারাত্মক ক্ষতি হয়েছে, অনেক মানুষ এই ঝড়ে মারা গিয়েছেন, অনেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নিয়েই আমরা চিন্তা ভাবনা করছি এবং তাদের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। যে সব কর্মীরা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কাজ করছেন তাদেরকে ধন্যবাদ।”

অন্টারিওর সবথেকে বড় বিদ্যুৎ সরবরাহকারী হাইড্রো ওয়ান টুইটে জানিয়েছে, রবিরার থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এনভায়রনমেন্ট কানাডা বজ্রপাতের পূর্বাভাস জারি করেছে। হাইড্রো ওয়ানের কর্মীরা প্রায় ৩ লক্ষ ৬০ হাজার গ্রাহকের বাড়িতে বিদ্যুতের সমস্যা সমাধান করেছেন বলেই জানা গিয়েছে। কিন্তু এখনও সে দেশের ২ লক্ষ ২৬ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

Next Article