Iran Protest: হিজাব বিরোধী আন্দোলনে সমর্থন জানানোর শাস্তি, স্কুলের ভিতর থেকে পড়ুয়াদের গ্রেফতার করছে পুলিশ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 10, 2022 | 9:43 AM

Iran Protest: বিক্ষোভ থামাতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। স্কুল চত্বর থেকেই গ্রেফতার করা হচ্ছে পড়ুয়াদের।

Iran Protest: হিজাব বিরোধী আন্দোলনে সমর্থন জানানোর শাস্তি, স্কুলের ভিতর থেকে পড়ুয়াদের গ্রেফতার করছে পুলিশ
ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ

Follow Us

তেহরান: পুলিশের মারধরে নয়, শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে মাহসা আমিনির, এমনটাই দাবি ইরান প্রশাসনের। কিন্তু সরকারের এই রিপোর্ট মানতে রাজি নন সাধারণ মানুষ, তাদের দাবি, নীতি পুলিশির কারণেই মৃত্যু হয়েছে ২২ বছরের ওই তরুণীর। মাহসার মৃত্য়ুর পর থেকে দেশজুড়ে যে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে, তা ইতিমধ্যেই চতুর্থ সপ্তাহে পা দিয়েছে। বিক্ষোভ থামাতে আগেই পুলিশ-নিরাপত্তা বাহিনী নামিয়েছিল প্রশাসন। এবার আরও কড়া পদক্ষেপ নিল ইরান সরকার। আন্দোলনে সমর্থন জানানোর ‘অপরাধে’ স্কুল, কলেজ থেকে গ্রেফতার করা হল পড়ুয়াদের।

মাহসা আমিনির মৃত্যুর পর থেকে ইরানে যে হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়েছে, তা দিন দিন আরও বেড়েই চলেছে। দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, বিশেষত মহিলারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন। রাস্তায় চুল কেটে, হিজাব পুড়িয়ে তারা সরকারের কঠোর নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করছেন। এদিকে, আন্দোলন দমাতে উঠে পড়ে লেগেছে সরকারও। শক্তি প্রয়োগ করেই আন্দোলন থামানোর চেষ্টা করছেন। এখনও অবধি নিরাপত্তা বাহিনীরহ সঙ্গে সংঘর্ষে কমপক্ষে শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, গ্রেফতার হয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ।

দ্য গার্ডিয়ান সংবাদমাধ্যম সূত্রে খবর, বিক্ষোভ থামাতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। স্কুল চত্বর থেকেই গ্রেফতার করা হচ্ছে পড়ুয়াদের। রবিবার কুর্দিস্তানে সমস্ত স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, স্কুল-কলেজের ভিতরে গিয়ে পড়ুয়াদের গ্রেফতার করছে পুলিশ। তাদের অপরাধ হিসাবে বলা হচ্ছে কেউ হিজাব বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, কেউ আবার শুধুমাত্র সোশ্য়াল মিডিয়ায় অংশ নিয়েছিলেন।

Next Article