AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ali Khamenei: ইরান হবে দ্বিতীয় ইরাক? সাদ্দামের মতো খামেনেইয়ের পরিণতি হলে কে বসবে ওই দেশের মাথায়?

Ali Khamenei: একই ভাবে খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণ যে সঙ্কটে তা ভালই টের পাচ্ছেন ইরানীয় গোয়েন্দারা।

Ali Khamenei: ইরান হবে দ্বিতীয় ইরাক? সাদ্দামের মতো খামেনেইয়ের পরিণতি হলে কে বসবে ওই দেশের মাথায়?
Image Credit: Getty Image
| Updated on: Jun 20, 2025 | 6:41 PM
Share

তেহরান: ইরান হবে এই যুগের ইরাক? আর তেমনটা যদি সত্যিই ঘটে, ইরানের প্রশাসনিক দায়িত্বই বা কার কাঁধে যাবে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ে সাদ্দাম হুসেনের মতো পরিণতি করবে বলে হুঁশিয়ারি দেয় ইজারায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ। সাদ্দামের ফাঁসির প্রসঙ্গ তুলে ধরে তাঁর হুঁশিয়ারি, ‘প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের কী চরম পরিণতি হয়েছিল, তা ইরান যেন মনে রাখে।’

একই ভাবে খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণ যে সঙ্কটে তা ভালই টের পাচ্ছেন ইরানীয় গোয়েন্দারা। এই পরিস্থিতি খামেনেইকে বাড়তি সুরক্ষা দিতে গোপন ডেরা পাঠানো হয়েছে বলেও দাবি একাংশের।

কিন্তু যদি সত্য়িই কোনও ভাবে খামেনেই প্রাণ শেষ করে ইজরায়েল বা তাদের সমর্থিত কোনও দেশ, তারপর কী পরিণতি হবে ইরানের? একটি দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা কোনও সাধারণ ব্যাপার নয়। অন্তত এক দশক বা যুগেও এমন কাণ্ড ঘটে না। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা আরও উত্তাল করতে পারে পরিস্থিতি। ইতিমধ্যেই ঝাঁঝ বাড়ছে ইজরায়েল-ইরান সংঘাতের। তার মধ্য়ে যদি সত্যি এমন কাণ্ড ঘটে, তবে আর তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি থেকে বাঁচায় কে?

খামেনেইয়ের পর কে?

ওয়াকিবহাল মহলের দাবি, খামেনেই হত্যা হলে দু’টি পরিস্থিতি তৈরি হতে পারে। এক ইরানে আবার শুরু হতে পারে ইসলামিক বিপ্লব পূর্ববর্তী সেনাশাসন। অথবা তিন সম্ভাব্য প্রার্থীর মধ্যে যে কেউ হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

বেঁচে থাকবে খামেনেই..

এই তিন সম্ভাব্য প্রার্থীই কিন্তু আবার খামেনেইয়ের ভাবধারায় বিশ্বাসী। যাদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই। ইরানের প্রশাসনিক মহল মনে করে, খামেনেইয়ের উত্তরসূরী তিনিই। তবে অনেকটাই কনিষ্ঠ সে। বয়স মাত্র ২৭। যা দেশ চালানোর জন্য যথার্থ কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আলিরেজা আরাফি। বলা চলে, বর্তমানে খামেনেইয়ের সবচেয়ে কাছের বন্ধু ও বিশ্বস্ত প্রার্থী। খামেনেইয়ের ছেলে বয়সের কারণে বাদ পড়লে উঠে আসতে পারে তার নাম। সবশেষে তৃতীয় স্থানে রয়েছে আরও এক খামেনেই ঘনিষ্ঠ হাশেম হুসেইনি বুশেরি। তিনি বর্তমানে ইরানের প্রশাসনিক পদে রয়েছেন।