Sunita Williams: মহাকাশে ফেঁসে গেলেন সুনিতা, আদৌ ফিরতে পারবেন তো?

Jun 28, 2024 | 2:20 PM

Sunita Williams: আট দিনের কর্মসূচি ছিল। কথা ছিল ১৩ জুন ফিরে আসার। তারপর শোনা গিয়েছিল ২৬ জুন ফিরবেন। কিন্তু, দুবারই বাতিল হয়েছে প্রত্যাবর্তন। মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস।

Sunita Williams: মহাকাশে ফেঁসে গেলেন সুনিতা, আদৌ ফিরতে পারবেন তো?
সুনিতা উইলিয়ামস (ফাইল ছবি)
Image Credit source: AP

Follow Us

ওয়শিংটন: আট দিনের কর্মসূচি ছিল। কথা ছিল ১৩ জুন ফিরে আসার। তারপর শোনা গিয়েছিল ২৬ জুন ফিরবেন। কিন্তু, দুবারই বাতিল হয়েছে প্রত্যাবর্তন। মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। তাঁর সঙ্গেই ফেরার কথা ছিল আরেক মহাকাশচারী ব্যারি উইলমোরেরও। গত ৫ জুন, এই দুই মহাকাশচারীই বোয়িং সংস্থা স্টারলাইনার সংস্থার মহাকাশযানে চড়ে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। রওনা দেওয়ার পর থেকে, বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে, পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ হয়ে গিয়েছে এবং একটি ধীর গতির প্রপেলান্ট ভালভ আরও কিছু অনিশ্চিত সমস্যার ইঙ্গিত দিয়েছে। মহাকাশ থেকে কি আর তিনি ফি্রে আসতে পারবেন? ক্রমশ জোরালো হচ্ছে প্রশ্নটা।

পরিস্থিতি অনেকটাই ৫৪ বছর আগের মতো। অ্যাপোলো ১৩ মহাকাশযানে এক বিস্ফোরণের ফলে, চাঁদের কক্ষপথে আটকে পড়েছিলেন তিন মহাকাশচারী। চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসাই ছিল চ্যালেঞ্জিং। অ্যাপোলো ১৩-এর মতো চরম বিপদে পড়েননি সুনিতারা ঠিকই, তবে, মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটি এবং অভিযানের মধ্যে তার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা, অনেকের মনেই অ্যাপোলো ১৩-র স্মৃতি ফিরিয়ে দিয়েছে। নাসার কর্তারা জানিয়েছেন, স্টারলাইনার মহাকাশযানকে ফিরিয়ে নিয়ে আসার আগে, কেন থ্রাস্টারগুলি খারাপ হয়ে গেল, কেন ভালভে সমস্যা দেখা দিল এবং কীভাবে হিলিয়াম গ্যাস লিক করল, তা আরও ভালভাবে বুঝতে হবে।

তবে, সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলাইনার-এর উৎক্ষেপণের আগেই নাসা এবং বোয়িং – দুই সংস্থাই হিলিয়াম লিকের কথা জানত। তারপরও, নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিকে তারা বিশেষ পাত্তা দেয়নি। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদেই আছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, সংস্থান, যোগাযোগের সরঞ্জাম রয়েছে। দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য স্টেশনটিতে এই সব জিনিস রাখাই থাকে। সুনিতারা ছাড়া বর্তমানে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও পাঁচজন মহাকাশচারী আছেন।

দুই মহাকাশচারী আরও বেশ কয়েকদিন স্পেস স্টেশনে থাকতে পারেন। কিন্তু, স্টারলাইনার মহাকাশযানটি খুব বেশিদিন মহাকাশে থাকতে পারবে না। হারমনি নামে একটি আইএসএস মডিউলে ডক করা হয়েছে মহাকাশযানটিকে। মহাকশযানটির জ্বালানী ক্ষমতা সীমিত। নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে, স্টারলাইনার শুধুমাত্র ৪৫ দিন ওই ডকে থাকতে পারবে। এই বেশি সময় গেলে, এটিকে নিরাপদে আনডক করা নাও যেতে পারে। সেই ক্ষেত্রে মহাকাশচারীদের অন্য মহাকাশযানের প্রয়োজন হবে। তবে, মহাকাশচারীরা যে আটকে আছেন, সেই দাবি মানতে নারাজ নাসা। তাদের দাবি, জরুরী পরিস্থিতিতে মহাকাশযানটি যে কোনও সময়ে আনডক করা যেতে পারে এবং উড়তে পারে।

Next Article