Syria: ‘অন্ধকার যুগের ইতি’, উল্লাস সশস্ত্র গোষ্ঠীর, দামাস্কাস দখল হতেই র‌্যাডারের বাইরে প্রেসিডেন্ট আসাদ

Syria Fall: প্রেসিডেন্ট বাশার আল-আসাদও দেশ ছেড়ে পালিয়েছেন। দামাস্কাস থেকে পূর্বদিকে বিমান উড়ে যেতে দেখা গিয়েছে। তাঁর বিমানও র‌্যাডারের বাইরে।

Syria: 'অন্ধকার যুগের ইতি', উল্লাস সশস্ত্র গোষ্ঠীর, দামাস্কাস দখল হতেই র‌্যাডারের বাইরে প্রেসিডেন্ট আসাদ
দামাস্কাসে নামানো হচ্ছে পতাকা। উল্লাস সশস্ত্র গোষ্ঠীর।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 08, 2024 | 11:43 AM

দামাস্কাস: দেশবাসীদের ফেলে পালালেন প্রেসিডেন্ট। উত্তপ্ত সিরিয়ায় পরিস্থিতি হাতের বাইরে যেতেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এমনটাই দাবি সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীর। সিরিয়ার রাজধানী দামাস্কাস ইতিমধ্যেই দখল নিয়েছে তারা। প্রধানমন্ত্রী মহম্মদ গাজি আল-জালালি জানিয়েছেন, সরকার ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত।

সিরিয়ায় ক্ষমতা দখল করতে উদ্যত সশস্ত্র গোষ্ঠী। বিগত কয়েক সপ্তাহ ধরেই সংঘর্ষ চলছে। একের পর এক শহর দখল করে নিচ্ছে। শনিবারই ভারত সরকারের তরফে সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সম্ভব হলে, অবিলম্বে সিরিয়া ছেড়ে চলে আসতে বলা হয়।

জানা গিয়েছে, এ দিন সকালে সিরিয়ার সেনা ও নিরাপত্তা বাহিনী দামাস্কাস বিমানবন্দর ছেড়ে দেয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও নিরাপত্তা তুলে নেওয়া হয়। এদিকে, সিরিয়ার সশস্ত্র বাহিনী, ইসলামপন্থী হায়াত তাহিরি আল-শাম গ্রুপ জানিয়েছে, তারা দামাস্কাসে ঢুকে পড়েছে। সে দেশের সরকারি টেলিভিশন চ্যানেল তাদের দখলে। জেলও ভেঙেছে তারা। মুক্তি দেওয়া হচ্ছে আসাদের নির্দেশে গ্রেফতার হওয়া বিদ্রোহী, জঙ্গিদের। ভেঙে ফেলা হয়েছে আসাদের বাবা হাফেজ আল-আসাদের মূর্তিও।

এদিকে, কঠিন সময়ে পাশ থেকে সরে যাচ্ছে বন্ধু দেশগুলিও। রাশিয়া, ইরান আগেই হাত তুলে নিয়েছে। হিজবুল্লা গোষ্ঠী, যারা এতদিন সমর্থন পেয়েছে আসাদের, তারাও নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছে।

শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদও দেশ ছেড়ে পালিয়েছেন। দামাস্কাস থেকে পূর্বদিকে বিমান উড়ে যেতে দেখা গিয়েছে। তাঁর বিমানও র‌্যাডারের বাইরে। কোথায় রয়েছেন তিনি, কোথাইবা যাচ্ছেন, সে বিষয়ে কোনও তথ্য জানা নেই।

সিরিয়ার সরকারের পতন হতে চলেছে, এই খবর রটতেই দেশজুড়ে বিশৃঙ্খলা শুরু হয়েছে। রাস্তাঘাটে ভিড়, দোকানগুলিতে প্রয়োজনীয় জিনিস ও খাদ্যপণ্য জোগাড় করতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। টাকা তুলতে এটিএমে লম্বা লাইন।