Bangladesh News: ট্রাম্পের সঙ্গে প্রাতঃরাশে যোগ দেবেন না তারেক! প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরালেন BNP নেতা?

Avra Chattopadhyay |

Jan 28, 2025 | 6:57 PM

Bangladesh News: বিএনপি সূত্রে জানা গিয়েছে, ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। আর সেই অনুষ্ঠানেই বাবার তারেক রহমানের পরিবর্তে যোগ দেবেন তাঁর মেয়ে জায়মা।

Bangladesh News: ট্রাম্পের সঙ্গে প্রাতঃরাশে যোগ দেবেন না তারেক! প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরালেন BNP নেতা?
Image Credit source: PTI | trahmanbnp - Instagram

Follow Us

ঢাকা: চলতি মাসের শুরুতেই বিএনপি দাবি করেছিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রাতঃরাশে যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কয়েক সপ্তাহ পেরতেই ‘বাক্য বদল’। তাদের দাবি, দলের তারেক নন। বরং তাঁর পরিবর্তে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে চলেছেন তাঁর কন্যা জায়মা রহমান।

কবে এই ব্রেকফাস্ট পর্ব?

বিএনপি সূত্রে জানা গিয়েছে, ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। আর সেই অনুষ্ঠানেই বাবার তারেক রহমানের পরিবর্তে যোগ দেবেন তাঁর মেয়ে জায়মা। তারেক না গেলেও দলের প্রতিনিধি হয়ে কিন্তু যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

আগামী ২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।

কিন্তু ট্রাম্পের আমন্ত্রণে কেন সাড়া দিলেন না তারেক? জানা গিয়েছে, সম্প্রতি ঢাকা ছেড়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন বিএনপি প্রধান খালেদা জিয়া। সেখানকার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তিও থেকেছিলেন কয়েক সপ্তাহ। তারপর হাসপাতাল ছেড়ে গিয়ে ওঠেন ছেলে তারেক রহমানের বাড়িতেই।

বিএনপি সূত্রে খবর, আপাতত ছেলের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়ার। সেই কারণেই মাকে ছেড়ে কোনও মতেই বাড়ি থেকে দূরে গিয়ে থাকতে নারাজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে নিমন্ত্রণ রক্ষা করতে মরিয়া সে। তাই পাঠিয়ে দেবেন নিজের কন্যাকে।