Abduction News: গুলতি মেরে অপহরণকারীর হাত থেকে বোনকে উদ্ধার করল দাদা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 14, 2023 | 6:36 PM

Abduction Stopped by Slingshot: গুলতি মেরে অপহরণকারীর হাত থেকে বোনকে উদ্ধার করল দাদা। জঙ্গলে ঘাপটি মেরে লুকিয়ে ছিল অপহরণকারী। সুযোগ বুঝে ৮ বছরের এক মেয়ের মুখ চেপে ধরে। আর শিশুর দাদা এসে গুলতি দিয়ে তাকে উদ্ধার করে।

Abduction News: গুলতি মেরে অপহরণকারীর হাত থেকে বোনকে উদ্ধার করল দাদা
প্রতীকী ছবি

Follow Us

নিউ ইয়র্ক: ছোটোবেলায় গুলতি দিয়ে হয়তো অনেকেই খেলেছেন। বিশেষত গ্রাম্য এলাকায় গুলতির সাহায্যে আম পেরে খাওয়া, কাউকে লুকিয়ে গুলতি ছুড়ে মারা। এসব তো ছেলেবেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে এই গুলতি বিদ্যাই যে আত্মরক্ষা বা কাউকে বাঁচানোর জন্য কাজে আসতে পারে তা হয়ত কল্পনাতেও আসেনি অনেকের। তবে মিশিগান গুলতির সাহায্য়ে নিজের বোনের অপহরণ আটকে দিল এক কিশোর। সংবাদ সংস্থা এপি অনুযায়ী, অপহরণকারীকে গুলতি দিয়ে আক্রমণ করে ওই কিশোর। তারপরর নিজের বোনকে উদ্ধার করে। আর অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর মিশিগানের আল্পেনা টাউনশিপে গুলতি ব্যবহার করে নিজের ৮ বছরের বোনকে অপহরণকারীর হাত থেকে উদ্ধার করে ১৩ বছরের দাদা। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, আল্পেনা টাউনশিপে নিজের বাড়ির উঠোনে খেলছিল ৮ বছরের ছোট্ট মেয়ে। সেই সময় জঙ্গলে ওত পেতে বসেছিল অপহরণকারী। আর সুযোগ বুঝে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারপরই ছোট্ট মেয়েটির মুখ চেপে ধরে।

বোনকে উদ্ধারের জন্য গুলতি হাতে অবতীর্ণ হয় মেয়েটির দাদা ১৩ বছরের এক কিশোর। তারপরই গুলতি দিয়ে অপহরণকারীর মাথায় ও বুকে পাথর ছোড়ে। এইভাবেই বীরের মতো নিজের বোনকে রক্ষা করল বছর ১৩-র কিশোর। এদিকে পুলিশ জানিয়েছে, অপহরণকারীর বয়স ১৭ বছরের কাছাকাছি। তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গুলতির জেরে অপহরণকারী যথেষ্ট আঘাত পেয়েছে বলেও জানা যাচ্ছে।

Next Article