Venezuela Gunfire: মাদুরোর ফেলে আসা ভবনের অদূরে গুলিবৃষ্টি! ভেনেজুয়েলায় এবার সামরিক অভ্যুত্থান?
Venezuela Gunfire Near Presidential Palace: সোমবার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করেছেন। তার পরেই গভীর রাতে প্রেসিডেন্টের প্রাসাদের কাছে চলল গুলি এবং আকাশে উড়তে দেখা গেল ড্রোন। সংবাদসংস্থা এএফপি তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদ মিরাফ্লোরেস প্য়ালেসের উপর দিয়ে বেশ কয়েকটি ড্রোন উড়ে গিয়েছে।

নয়াদিল্লি: সোমবার মধ্যরাতে ফের কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। নিকোলাস মাদুরোর বাসভবনের অদূরেই চলল গুলি। ঝাঁকে ঝাঁকে উড়ে এল ড্রোন। শুক্রবারের ঘটনার স্মৃতিচারণ করলেন উৎসুক জনতা। কিন্তু কারা এমন হামলা চালাল? কী কারণেই হামলা হল? গোটা বিষয়টা এখনও স্পষ্ট নয়।
সোমবার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করেছেন। তার পরেই গভীর রাতে প্রেসিডেন্টের প্রাসাদের কাছে চলল গুলি এবং আকাশে উড়তে দেখা গেল ড্রোন। সংবাদসংস্থা এএফপি তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদ মিরাফ্লোরেস প্য়ালেসের উপর দিয়ে বেশ কয়েকটি ড্রোন উড়ে গিয়েছে। সেই ঘটনার ভিডিয়ো আপাতত সমাজমাধ্য়মে ভাইরাল হয়েছে। যদি টিভি৯ বাংলা তার সত্যতা যাচাই করেনি।
BREAKING: Heavy gunfire near Venezuela’s presidential palace, circumstances unclear pic.twitter.com/rO9y01mQAq
— BNO News Live (@BNODesk) January 6, 2026
অন্যদিকে সংবাদসংস্থা সিএনএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রেসিডেন্টের প্রাসাদের নিরাপত্তারক্ষীদের মধ্য়ে তৈরি হওয়া ‘ভুল বোঝাবুঝি’র জেরেই এই ঘটনা ঘটেছিল। তবে এই প্রসঙ্গে ভেনেজুয়েলার প্রশাসন রা পর্যন্ত কাটেনি। তারা শুধু জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
কিন্তু কারাকাসবাসী কী বলছে?
সোমবারের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। প্রেসিডেন্টের বাসভবনে রাতভর চলা তাণ্ডবের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। কেউ আশঙ্কা করছিলেন, সামরিক অভ্যুত্থানের। কেউ আশঙ্কা করছিলেন, ফের আমেরিকার হামলা করেছে হয়তো। তবে হোয়াইট হাউস ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নেই।
এদিন সংবাদসংস্থা এএফপি-কে প্রেসিডেন্টের বাসভবনের অদূরে থাকা এক বাসিন্দা বলেন, ‘আমি তো ভাবলাম, আকাশ দিয়ে প্রচুর বিমান যাচ্ছে। কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখি, এসব কিছুই নয়। আমি একা নয়, গোটা পাড়া রাস্তায় নেমে এসেছিল। সবাই খুব উত্তেজিত ছিল। মনে হচ্ছিল, আমেরিকা হয়তো আবার হামলা চালিয়েছে।’
