LIC Policy: ল্যাপস হয়ে গিয়েছে পলিসি! তাও কীভাবে বাঁচিয়ে তুলবেন তাকে?
Life Insurance Corporation of India: বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানের ফলে সংস্থা প্রচুর বকেয়া ফান্ড ফেরত পাবে। আপনার পরিবারের আর্থিক সুরক্ষা ফিরে পাওয়ার এটাই সেরা সময়। দেরি না করে আপনার নিকটস্থ এলআইসি এজেন্ট বা শাখায় যোগাযোগ করুন।

আপনার কোনও এলআইসি পলিসি টাকার অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে? ২০২৬ সালে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনার জন্য নিয়ে এল এক দারুণ খবর। দেশজুড়ে শুরু হয়েছে এক বিশেষ পুনরুজ্জীবন অভিযান। যেখানে আপনি ল্যাপস হওয়া বিমা ফের চালু করতে পারবেন অভাবনীয় ছাড়ে। আর এর জন্য ২ মার্চ পর্যন্ত সময় দিচ্ছে এলআইসি।
কতটা ছাড় পাবেন আপনি?
হিসেবটা সহজ। যদি আপনার মাইক্রো ইন্সিওরেন্স প্ল্যান থাকে, তবে লেট ফিতে আপনি পাবেন ১০০ শতাংশ ছাড়। অর্থাৎ কোনও জরিমানা দিতে হবে না আপনাকে। অন্যদিকে, নন-লিঙ্কড প্ল্যানের ক্ষেত্রে ছাড় মিলবে ৩০ শতাংশ পর্যন্ত। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৫ হাজার টাকা।
কারা পাবেন এই সুযোগ?
প্রথম প্রিমিয়াম দিতে না পারার দিন থেকে ৫ বছরের মধ্যে আবেদন করলে আপনি এই সুবিধা পাবেন। তবে মনে রাখবেন, দেরিতে জমা দেওয়া প্রিমিয়ামের জরিমানায় ছাড় থাকলেও মেডিকেল পরীক্ষার নিয়ম কিন্তু বদলায়নি। স্বাস্থ্য সংক্রান্ত শর্তগুলো আপনাকে পূরণ করতেই হবে।
বাজারের প্রতিক্রিয়া কী?
এই ঘোষণার পরেই বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ২ জানুয়ারি বাজার বন্ধ হওয়ার সময় এলআইসির শেয়ার দর ছিল ৮৬১ টাকা ২৫ পয়সা। এটি আগের দিনের চেয়ে প্রায় ০.৯৯ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানের ফলে সংস্থা প্রচুর বকেয়া ফান্ড ফেরত পাবে। আপনার পরিবারের আর্থিক সুরক্ষা ফিরে পাওয়ার এটাই সেরা সময়। দেরি না করে আপনার নিকটস্থ এলআইসি এজেন্ট বা শাখায় যোগাযোগ করুন।
