Russia Ukraine War: কী হবে কেউ জানে না! লুকিয়ে, সিঁটিয়ে আতঙ্কের প্রহর গুনছে ইউক্রেন, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 24, 2022 | 2:39 PM

Russia Ukraine War: ইউক্রেনের আকাশে ছুটছে রুশ যুদ্ধবিমান। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছেন নাগরিকেরা। রাশিয়াকে প্রতিহত করতে প্রস্তুত ইউক্রেনের বাহিনীও।

1 / 7
যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আগেই প্রকাশ করেছিল বিশ্বের একাধিক দেশ। তবে বাস্তবেই এ ভাবে যুদ্ধ ঘোষণা করা হবে, তা বোধহয় ভাবতে পারেননি সাধারণ মানুষ। একটা ঘোষণা যেন মুহূর্তে গুলিয়ে দিয়েছে সব অঙ্কের হিসেব। সকালে ঘুম ভেঙেই কার্যত পুতিনের ঘোষণার কথা শুনেছে ইউক্রেনবাসী।

যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আগেই প্রকাশ করেছিল বিশ্বের একাধিক দেশ। তবে বাস্তবেই এ ভাবে যুদ্ধ ঘোষণা করা হবে, তা বোধহয় ভাবতে পারেননি সাধারণ মানুষ। একটা ঘোষণা যেন মুহূর্তে গুলিয়ে দিয়েছে সব অঙ্কের হিসেব। সকালে ঘুম ভেঙেই কার্যত পুতিনের ঘোষণার কথা শুনেছে ইউক্রেনবাসী।

2 / 7
অনেকেই এখনও বিশ্বাসই করে উঠতে পারছেন না যে সত্যিই যুদ্ধ শুরু হয়েছে। আর যুদ্ধ বাঁধলে ঠিক কী হয়, তাও অনেকের জানা নেই। তবে সকাল থেকে যে ভাবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, তা শুনেই কেঁপে উঠছেন সেখানকার বাসিন্দারা।

অনেকেই এখনও বিশ্বাসই করে উঠতে পারছেন না যে সত্যিই যুদ্ধ শুরু হয়েছে। আর যুদ্ধ বাঁধলে ঠিক কী হয়, তাও অনেকের জানা নেই। তবে সকাল থেকে যে ভাবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, তা শুনেই কেঁপে উঠছেন সেখানকার বাসিন্দারা।

3 / 7
ইউক্রেনের রাস্তায় মিসাইল পড়ে থাকার ছবি দেখা যাচ্ছে। কোথাও গ্যাস স্টেশনে বীভৎস বিস্ফোরণের শব্দ। আকাশ ভেদ করে আসছে যুদ্ধবিমানের আওয়াজ। যদি পরিস্থিতি আরও খারাপ হয়! এই আতঙ্কে প্রিয়জনকে আঁকড়ে ধরছেন কেউ কেউ।

ইউক্রেনের রাস্তায় মিসাইল পড়ে থাকার ছবি দেখা যাচ্ছে। কোথাও গ্যাস স্টেশনে বীভৎস বিস্ফোরণের শব্দ। আকাশ ভেদ করে আসছে যুদ্ধবিমানের আওয়াজ। যদি পরিস্থিতি আরও খারাপ হয়! এই আতঙ্কে প্রিয়জনকে আঁকড়ে ধরছেন কেউ কেউ।

4 / 7
পুতিনের ঘোষণার খবর শুনেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অনেকে। নিরাপদ আশ্রয় ভেবে মেট্রো স্টেশনগুলোতে লুকিয়ে পড়েছেন কেউ কেউ। কেউ আবার বাসে রওনা হয়েছেন। কারও গন্তব্য জানা, কারও জানা নেই ঠিক কোথায় যাবেন।

পুতিনের ঘোষণার খবর শুনেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অনেকে। নিরাপদ আশ্রয় ভেবে মেট্রো স্টেশনগুলোতে লুকিয়ে পড়েছেন কেউ কেউ। কেউ আবার বাসে রওনা হয়েছেন। কারও গন্তব্য জানা, কারও জানা নেই ঠিক কোথায় যাবেন।

5 / 7
রাশিয়াকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ন্যাটোর তরফে। স্যুটকেস গুছিয়ে রাখতে বলা হয়েছে ইউক্রেনের বাসিন্দাদের। তাই অনেকেই সকাল সকাল বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। শিশুদের চোখে- মুখে অজানা ভয়।

রাশিয়াকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ন্যাটোর তরফে। স্যুটকেস গুছিয়ে রাখতে বলা হয়েছে ইউক্রেনের বাসিন্দাদের। তাই অনেকেই সকাল সকাল বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। শিশুদের চোখে- মুখে অজানা ভয়।

6 / 7
কী হবে জানা নেই, তবে হাতে যে সময় খুব বেশি নেই, সেটা বেশ বুঝতে পারছেন তাঁরা। তাই কেউ দাঁড়িয়ে কথা বলতেই চাইছেন না। জানা যাচ্ছে, এটিএমগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে।

কী হবে জানা নেই, তবে হাতে যে সময় খুব বেশি নেই, সেটা বেশ বুঝতে পারছেন তাঁরা। তাই কেউ দাঁড়িয়ে কথা বলতেই চাইছেন না। জানা যাচ্ছে, এটিএমগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে।

7 / 7
বুধবার রাতে অর্থাৎ পুতিনের ঘোষণার আগেও অনেককে দেখা গিয়েছে রাস্তায়। তাঁদের হাতে ছিল ইউক্রেনের পতাকা। 'এই দেশ আমাদের, আমরা এ দেশ ছেড়ে যাব না', এমন স্লোগান দিতেও শোনা গিয়েছে তাঁদের।

বুধবার রাতে অর্থাৎ পুতিনের ঘোষণার আগেও অনেককে দেখা গিয়েছে রাস্তায়। তাঁদের হাতে ছিল ইউক্রেনের পতাকা। 'এই দেশ আমাদের, আমরা এ দেশ ছেড়ে যাব না', এমন স্লোগান দিতেও শোনা গিয়েছে তাঁদের।

Next Photo Gallery