Elon Musk Meets PM Modi: ‘আমি তো মোদীর ফ্য়ান’, আবেগে ভাসলেন ইলন মাস্ক, দিলেন ভারতে বিনিয়োগের ইঙ্গিতও
PM Modi's USA Visit: প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মাস্ক বলেন, "প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই।"
নিউ ইয়র্ক: বিশ্বের ধনীতম ব্যক্তি, তিনিও ‘ফ্যান’ মোদীর। মার্কিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার তিনি নিউ ইয়র্কে (New York) পৌঁছন। সেখানে তাঁর সাক্ষাৎ হয় বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি, টেসলা ও টুইটার সংস্থার মালিক ইলন মাস্কের (Elon Musk) সঙ্গে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপ্লুত ইলন মাস্ক। জানালেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর ‘ফ্যান’। আগামী বছর তিনি ভারতে আসার পরিকল্পনা করছেন, এমনটাও জানান টেসলা কর্তা। যে সময়ে টেসলা ভারতে কারখানা তৈরির জন্য় জমি খুঁজছে, সেই সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মাস্কের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন টেসলা কর্তা ইলন মাস্ক। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। বৈঠক শেষে বেরিয়ে ইলন মাস্ক প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অসাধারণ এক সাক্ষাৎ হল। আমি ওঁকে (প্রধানমন্ত্রী মোদী) খুব পছন্দ করি। কয়েক বছর আগে আমাদের কারখানা দেখতে এসেছিলেন, তাই অনেকদিন ধরেই আমাদের পরিচিতি রয়েছে। আমি ভারতের ভবিষ্যৎ নিয়েও অত্যন্ত উৎসাহিত। আমার মনে হয়, বিশ্বের অন্য়ান্য বড় দেশগুলির তুলনায় ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে।”
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মাস্ক বলেন, “প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদী সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ করতে চান। উনি সংস্থাগুলিকে সবরকমভাবে সহায়তা করতে চান এবং স্বাভাবিকভাবেই একই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান যে দেশের যাতে লাভ হয়।”
নিজেকে প্রধানমন্ত্রী মোদীর ‘ফ্য়ান’ হিসাবে দাবি করে ইলন মাস্ক বলেন, “ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করতে খুব ভাল হবে…আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি আবার হয়তো আগামী বছর ভারত সফরে যাব।”
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল ইলন মাস্কের। সেই সময় ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটরসের কারখানা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।