Earthquake Update: ‘উত্তাল সমুদ্রে যেন নৌকা দুলছিল, এক্ষুণি মরে যেতাম…’, বিল্ডিং ধসে চাপা পড়ল কমপক্ষে ৪৩ জন, জরুরি অবস্থার ঘোষণা

Earthquake Update: জানা গিয়েছে, থাইল্যান্ডের ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাঙ্ককেই। একাধিক বাড়ি ভেঙে পড়েছে সেখানে। সতর্কতাবশে মেট্রো ও রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Earthquake Update: উত্তাল সমুদ্রে যেন নৌকা দুলছিল, এক্ষুণি মরে যেতাম..., বিল্ডিং ধসে চাপা পড়ল কমপক্ষে ৪৩ জন, জরুরি অবস্থার ঘোষণা
ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি থাইল্যান্ডেও।Image Credit source: X

|

Mar 28, 2025 | 2:33 PM

ব্যাঙ্কক: ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্প মায়ানমারে। কেঁপে উঠল থাইল্যান্ড, ভিয়েতনাম, চিন থেকে শুরু করে ভারত, বাংলাদেশও। শক্তিশালী ৭.২ ও ৭ মাত্রার পরপর দুটি ভূমিকম্প হয় মায়ানমারে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইতিমধ্যেই কমপক্ষে ১০ থেকে ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ভয়ের পরিস্থিতি পড়শি থাইল্যান্ডেও। সেখানে প্রধানমন্ত্রী স্টেট অব ইমার্জেন্সি ঘোষণা করেছেন।

জানা গিয়েছে, মায়ানমারের ভূমিকম্পের জেরেই থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে ব্যাঙ্ককে যে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছে, তার নীচে কমপক্ষে ৪৩ জন আটকে রয়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা ইতিমধ্যেই ব্যাঙ্ককে জরুরি অবস্থা বা স্টেট অব ইমার্জেন্সি ঘোষণা করেছেন। আজ তাঁর ফুকেট সফরের কথা ছিল, কিন্তু ভূমিকম্প হওয়ার পরই তিনি সফর বাতিল করেন। জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, থাইল্যান্ডের ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাঙ্ককেই। একাধিক বাড়ি ভেঙে পড়েছে সেখানে। সতর্কতাবশে মেট্রো ও রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাসিন্দারা তাদের ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেছেন, “হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করল। মনে হল পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে। সোজাভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। মনে হচ্ছিল, এক্ষুণি মরে যাব।”

ভিয়েতনামের ভূমিকম্পের জেরে চিন সীমান্তেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ইউনান প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯।