PM Modi Meets Yunus: ইউনূসের ‘ইচ্ছাপূরণ’! মোদীকে দেখতেই বলে ফেললেন শেখ হাসিনার ‘কথা’

Avra Chattopadhyay |

Apr 04, 2025 | 1:59 PM

PM Modi Meets Yunus: এই শীর্ষ সম্মেলনের মাঝেই শুক্রবার পার্শ্ব বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেই বৈঠক প্রসঙ্গে এদিন বাংলাদেশের সংবাদ সংস্থা বাসস-কে প্রেস সচিব শফিকুল আলম জানান, 'দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে।'

PM Modi Meets Yunus: ইউনূসের ইচ্ছাপূরণ! মোদীকে দেখতেই বলে ফেললেন শেখ হাসিনার কথা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী ও প্রধান উপদেষ্টা ইউনূস
Image Credit source: PTI

Follow Us

ঢাকা: শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। মোদীর সঙ্গে ইউনূসের বৈঠকে নাকি উঠে এসেছে এমনই আর্জি। অভিযোগ করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করেন। তাই তাঁকে দেশে ফেরাতে হবে।

থাইল্যান্ডে আয়োজন হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী ছাড়াও এই সম্মেলনে যোগ দিতে দেখা গিয়েছে, বঙ্গোপসাগরীয় আর সকল দেশের রাষ্ট্র প্রধানদেরও। যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসও।

এই শীর্ষ সম্মেলনের মাঝেই শুক্রবার পার্শ্ব বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেই বৈঠক প্রসঙ্গে এদিন বাংলাদেশের সংবাদ সংস্থা বাসস-কে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।’

বাংলাদেশ সংবাদ সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, প্রেসসচিব তাদের আরও জানিয়েছেন, ‘ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও প্রত্যাপর্ণ নিয়েও কথা হয়েছে সেই বৈঠকে।‘ এছাড়াও, সীমান্ত হত্যা, তিস্তা নদীর বন্টন-সহ একাধিক বিষয়েও আলোচনা হয়েছে সেই বৈঠকে।

শেখ হাসিনার পতন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও তারপর তদারকি সরকার গঠন। আর সেই সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার দেখা করলেন মহম্মদ ইউনূস। সম্প্রতি, চিন যাওয়ার আগে ভারতে এসে মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ঢাকার আবেদনে সাড়া দেয়নি নয়াদিল্লি। তাই থাইল্য়ান্ডে গিয়ে অবশেষে নিজের ইচ্ছাপূরণ করলেন ইউনূস। বৈঠক করলেন মোদীর সঙ্গে।