AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel War: ‘যুদ্ধ থামবে না, আরও বাড়বে, কড়া জবাবের অপেক্ষা করুক আমেরিকা’, গর্জে উঠলেন খামেনেইয়ে

Iran-Israel War: ক্ষোভে ফুঁসছেন ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। মার্কিন হামলাকে ‘জঘন্য’ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাঁদের যে রাস্তায় হাঁটতে হবে তাঁরা সেই রাস্তাতেই হাঁটার জন্য প্রস্তুত।

Iran-Israel War: ‘যুদ্ধ থামবে না, আরও বাড়বে, কড়া জবাবের অপেক্ষা করুক আমেরিকা’, গর্জে উঠলেন খামেনেইয়ে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই
| Edited By: | Updated on: Jun 22, 2025 | 11:40 AM
Share

তেহরান: ‘যুদ্ধ থামবে না, আরও বাড়বে’। আমেরিকার হামলার পর তীব্র হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের। লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। নেতানিয়াহুর অ্য়াজেন্ডাকেই বাড়াচ্ছেন ট্রাম্প। ইরানের কড়া জবাবের অপেক্ষা করুক আমেরিকা।’ ইরানের সরকারি টিভি চ্যানেলে এ ভাষাতেই পাল্টা ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাঁদের দাবি, আমেরিকার আক্রমণে তাঁদের ছোটখাটো ক্ষয়ক্ষতি ছাড়া বিশেষ কিছুই হয়নি। যদিও আমেরিকা বলছে ধস্ত হয়েছে ইরানের ফোরদো, নাতানজ, ইসফাহানের মতো তিন তিনটি নিউক্লিয়ার সাইট।

ক্ষোভে ফুঁসছেন ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। মার্কিন হামলাকে ‘জঘন্য’ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাঁদের যে রাস্তায় হাঁটতে হবে তাঁরা সেই রাস্তাতেই হাঁটার জন্য প্রস্তুত। উল্টো দিকে রণহুঙ্কার দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, ইরানের তরফে যদি আমেরিকায় কোনওরকম হামলার পরিকল্পনা করা হয় তাহলে তার ফল ভাল হবে না। রবিবারের হামলার থেকেও কড়া প্রত্যাঘাত হবে। 

তবে ইরানের আলোচনার রাস্তায় আসা ছাড়া আর উপায় নেই বলেই ভাবছে আমেরিকা। এমনটাই খবর CNN সূত্রে। অন্যদিকে ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা করছে ইজরায়েল। কাঁধে কাঁধ মিলিয়ে খামেনেইয়েকে দেখে নেওয়ার কথা বলছেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতিও রাখছেন। ইরানে আমেরিকার হামলার পর চূড়ান্ত তৎপরতা শুরু করে দিয়েছে IDF। এখন শেষ পর্যন্ত যুদ্ধের জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।