TV9 বাংলা ডিজিটাল: পরাজয় মানতে নারাজ ট্রাম্প (Donald Trump)। জো বাইডেন ম্যাজিক ফিগার পেলেও জিতেছেন তিনিই। এরকম একাধিক নাটকীয় টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই সুরে গলা মেলাতে শুরু করলেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। ট্রাম্প নাকি মসৃণ ট্রান্জিসনের মাধ্যমে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হবেন। এরকম কথা শোনা গেল পম্পেওর মুখে।
মঙ্গলবার পম্পেও বলেন, “একটা মসৃণ ট্রান্জিসনের মাধ্যমে দ্বিতীয় বার ক্ষমতায় আসবেন ট্রাম্প। সারা বিশ্ব দেখছে এখানে কী হচ্ছে। সব ভোট গণনা হবে। গণনা প্রক্রিয়া শেষ হলে ইলেক্টররা নির্বাচিত করবেন প্রেসিডেন্ট। সংবিধানে একথা পরিষ্কার বলা আছে।” তিনি এ-ও জানান, অফিসে থাকা প্রেসিডেন্ট আজও সফল আর ২০ জানুয়ারি অর্থাৎ শপথ গ্রহণের দিনও সফল হবেন। কিন্তু কীভাবে সফল হবেন, তার কূল খুঁজে পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
বাইডেন ইলেক্টরাল ভোটের পাশাপাশি পপুলার ভোটেও জয়ী। অর্থাৎ ইলেক্টরদের ভোট তাঁর দিকে যেতে বাধ্য। ট্রাম্প বারবার অভিযোগ তুলছেন যে ভোট গণনায় কারচুপি হয়েছে। সে নিয়ে আদালতেও গিয়েছে তাঁর নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা। তবে কারচুপির অভিযোগ মুখ থুবড়ে পড়েছে আদালতে। রাশিয়া, চিনের মতো গুটি কয়েক দেশ ছাড়া গোটা বিশ্ব শুভেচ্ছা বার্তা দিয়েছে বাইডেনকে। আইনি লড়াইয়েও এগিয়ে বাইডেন। তাহলে কী করে ফের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা বলছেন ট্রাম্প?
আরও পড়ুন- প্যাংগং হ্রদ অঞ্চল থেকে তিন ধাপে সেনাবাহিনী সরাতে রাজি ভারত-চিন
বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের প্রাধান্য থাকলেও মানুষের রায় শেষ কথা। আর আমেরিকার আম জনতা সর্বোচ্চ ভোট দিয়ে জিতিয়েছেন বাইডেনকে। ট্রাম্পের অভিযোগ ছিল, নির্ধারিত সময়ের বাইরে ভোট পড়েছে। যার ফলে অবৈধ ব্যালটে জিতেছেন জো বাইডেন। পম্পেওর মুখেও একই কথা। সব বৈধ ভোট গণনার দাবি তুললেন তিনি। শুধু তাই নয়, মার্কিন স্টেট সেক্রেটারি ট্রাম্পেও দ্বিতীয় দফায় ক্ষমতায় আসা নিয়েও আশাবাদী।