ওয়াশিংটন: নিজে অবিবাহিত কিন্তু একাধিক সন্তানের বাবা। বিশ্বের নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার সন্তানেরা। ৩২ বছর বয়সেই বেনজির কীর্তি আমেরিকার কাইল গর্ডির।
ঠিক কী ঘটিয়েছেন তিনি?
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকেন কাইল। ২০২৬ সালের মধ্যে এই বিশ্বের প্রায় প্রতিটি দেশেই তার একটি করে সন্তান থাকবে। আর নিজের সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে কবে থেকেই ময়দানে নেমে পড়েছেন তিনি।
কাইল জানিয়েছেন, চলতি বছরে বিশ্বের একাধিক দেশ মিলিয়ে মোট ১০০টি সন্তানের বাবা হতে চলেছেন তিনি। কিন্তু কী করে এমন কাণ্ড ঘটালেন কাইল? জানা গিয়েছে, নিজের একটি ওয়েবসাইট মাধ্যমেই শুক্রাণু দান করে থাকেন তিনি। একেবারে হিন্দি ছবির ‘ভিকি ডোনার’, এই কাইল গর্ডি।
বর্তমানে ৮৭ জন সন্তানের বাবা তিনি। নিজের একটি ওয়েবসাইট মাধ্যমেই বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকেন তিনি। তাঁর আশা আগামী বছরের মধ্যেই এই বিশ্বের সকল দেশেই তার একটি করে সন্তান থাকবে। ইতিমধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, সুইডেন ও নরওয়ে মিলিয়ে ১৪ জন শিশুর বাবা কাইল।
তবে কাইল গর্ডি প্রথম নন। বিশ্বে একাধিক ব্যক্তিই এই ধরণের পরিষেবা দিয়ে থাকেন। আর সেই তালিকায় অন্যতম বার্তা প্রদান অ্যাপ ‘টেলিগ্রাম’-এর সহ-প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। গত বছর সমাজমাধ্যমেই এই শুক্রাণু দান নিয়ে বিরাট দাবি করেছিলেন তিনি। তাঁর কথায়, ‘বিশ্বের মোট ১২টি দেশ জুড়ে রয়েছে আমার সন্তানের। আর এখনও পর্যন্ত কমপক্ষে শতাধিক সন্তানের বাবা আমি।’। আর এবার পাভেলের পর শতাধিক সন্তানের বাবা হওয়া দৌড়ে নাম লেখাতে চলেছেন কাইল গর্ডি।