Train: শিয়ালদহ থেকে ভুবনেশ্বর পৌঁছে যেতে পারে মাত্র এক ঘণ্টায়! এত দ্রুত গতিতে ছুটবে এই ট্রেন

Train: আপাতত পরপর কয়েকটি টেস্ট করা হবে। দ্রুত রেল ট্র্যাকে যাতে ছুটতে পারে, তার ব্যবস্থাই করা হচ্ছে। চিনের সব বড় শহরের সঙ্গে সংযোগ স্থাপন করবে ওই ট্রেন।

Train: শিয়ালদহ থেকে ভুবনেশ্বর পৌঁছে যেতে পারে মাত্র এক ঘণ্টায়! এত দ্রুত গতিতে ছুটবে এই ট্রেন
Follow Us:
| Updated on: Dec 30, 2024 | 5:57 PM

বেজিং: বিশ্বের সর্বত্রই ট্রেন পরিষেবা নিয়ে নানারকম পরীক্ষা-নিরিক্ষা হচ্ছে। কোথাও বাড়ানো হচ্ছে ট্রেনের গতি। কোথাও বদলে যাচ্ছে সিস্টেম। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ট্রেনের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যে পূর্ণ করে তুলছে। এবার ভারতের প্রতিবেশী দেশ এমন একটি ট্রেন চালু করছে, যা শিয়ালদহ থেকে ভুবনেশ্বর নিয়ে যেতে পারবে মাত্র এক ঘণ্টায়।

এমনই একটি দ্রুতগতির ট্রেন চালু করতে চলেছে চিন। এটি একটি হাই স্পিড বুলেট ট্রেন। ‘চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি’ এই নতুন বুলেট ট্রেন আনছে। এটি হল বুলেট ট্রেনের CR450 প্রোটোটাইপ।

ট্রায়ালের সময় এই ট্রেনের গতি ছিল ৪৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শিয়ালদহ থেকে ভুবনেশ্বরের দূরত্ব প্রায় ৪৪০ কিলোমিটার। সুতরাং, চিনের এই নতুন ট্রেন ঠিক কত দ্রুতগতিতে ছুটবে, তা বোঝাই যাচ্ছে।

বর্তমানে চিনে চলে CR400 প্রোটোটাইপ, যার গতি ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আপাতত পরপর কয়েকটি টেস্ট করবে চিন। দ্রুত রেল ট্র্যাকে যাতে ছুটতে পারে, তার ব্যবস্থাই করছে বেজিং। চিনের সব বড় শহরের সঙ্গে সংযোগ স্থাপন করবে ওই ট্রেন। যে কোনও গন্তব্যে যাতায়াতে সময় লাগবে অনেক কম।

আরও জানা গিয়েছে যে চিন তাদের রেল লাইন ক্রমশ বাড়াচ্ছে। বাণিজ্যিক ক্ষেত্রেও যার গুরুত্ব খুব বেশি। শিল্পের ক্ষেত্রেও এই রুটের গুরুত্ব অনেক বেশি।