High Court: ‘বর্ষার আগে কিছু তো করুন’, বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি, রিপোর্টে শুধুই চাদর-লুঙ্গির হিসেব
Calcutta High Court: মাস্টার প্ল্যান কীভাবে কার্যকর হবে, কীভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে, সেই বিষয়ে কিছুই লেখা নেই, রিপোর্ট দেখে এমনটাই বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
কলকাতা: ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে রাজ্যের তরফে রিপোর্ট পেশ করা হল কলকাতা হাইকোর্টে। রিপোর্ট দেখে একেবারেই সন্তুষ্ট নন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই রিপোর্ট পেশ করা হয়। প্রতি বছর বন্যায় ভাসে ঘাটাল। প্রশ্ন ওঠে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র না করলে রাজ্যই করে দেবে মাস্টার প্ল্যান।
এদিন রিপোর্ট দেখে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আগামী বর্ষার আগে কিছু তো করুন। এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না।’
এই রিপোর্টে উল্লেখ করা আছে যে বন্যার পর ক’টা শাড়ি, কতগুলি বিছানার চাদর, লুঙ্গি, কতটা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর কীভাবে কাজ করেছে, সেটা লেখা আছে। কিন্তু মাস্টার প্ল্যান কীভাবে কার্যকর হবে, কীভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে, সেই বিষয়ে কিছুই লেখা নেই। পরের বন্যার জন্য আগাম কী প্ল্যান আছে? সেটাও জানতে চান প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি আরও বলেন, “এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে। যন্ত্র কোথায় বসবে, কতজনকে পুনর্বাসন দিতে হবে, এলাকা দখল মুক্ত করতে হবে। এই সব তথ্য কোথায়?” প্রধান বিচারপতির মন্তব্য, “প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল।” ৬ সপ্তাহের মধ্যে ফের রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের।