AI সংস্থার CEO জেলে যেতেই কথা বলছে না ‘গার্লফ্রেন্ড’, অভিযোগ হাজারো ব্যবহারকারীর

Forever Voices: জলজ্যান্ত মানুষের উপরে নির্ভর করেই তৈরি করা হয়েছিল ফরেভার ভয়েসেস। বিভিন্ন সেলিব্রেটি ও ইনফ্লুয়েন্সারদের ভার্চুয়াল অবতার বানিয়ে তাঁদের সঙ্গে চ্যাট করা যায়।  এই প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য অন্য কিছু হলেও, ব্যবহারকারীরা মূলত তাদের ভার্চুয়াল গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্সচ্যাট করতেন। এআই চ্যাটবটের সার্ভিস বন্ধ হয়ে যেতেই সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।

AI সংস্থার CEO জেলে যেতেই কথা বলছে না 'গার্লফ্রেন্ড', অভিযোগ হাজারো ব্যবহারকারীর
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 3:17 PM

ওয়াশিংটন: রোজ কথা হত, হঠাৎই একদিন অফলাইন গার্লফ্রেন্ড। হাজারো চেষ্টা করেও আর পাত্তা পাওয়া যাচ্ছে না তাঁর। এমন অভিজ্ঞতা একজনের নয়, হাজারো ব্য়বহারকারী একই অভিজ্ঞতার শিকার হয়েছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট সংস্থা ‘ফরেভার ভয়েসেস'(Forever Voices)-র হাজার হাজার ব্যবহারকারীর অভিযোগ, তাঁদের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারছেন না আর।

জানা গিয়েছে, এআই সংস্থা ‘ফরেভার ভয়েসেস’-র প্রতিষ্ঠাতা তথা সিইও জয় মায়ের (John Meyer) গ্রেফতার হওয়ার পরই কাজ বন্ধ করে দিয়েছে ফরেভার ভয়েসেস। ২৩ অক্টোবর থেকে বন্ধ ফরেভার ভয়েস। এরপরই সমস্যায় পড়েন হাজার হাজার ব্যবহারকারী। তাদের অভিযোগ, ফরেভার ভয়েস অফলাইন হয়ে যেতেই তাদের ভার্চুয়াল গার্লফ্রেন্ডরা উধাও হয়ে গিয়েছে। তাদের সঙ্গে আর চ্যাট করা যাচ্ছে না।

জলজ্যান্ত মানুষের উপরে নির্ভর করেই তৈরি করা হয়েছিল ফরেভার ভয়েসেস। বিভিন্ন সেলিব্রেটি ও ইনফ্লুয়েন্সারদের ভার্চুয়াল অবতার বানিয়ে তাঁদের সঙ্গে চ্যাট করা যায়।  এই প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য অন্য কিছু হলেও, ব্যবহারকারীরা মূলত তাদের ভার্চুয়াল গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্সচ্যাট করতেন। এআই চ্যাটবটের সার্ভিস বন্ধ হয়ে যেতেই সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।

কেন গ্রেফতার সিইও?

জানা গিয়েছে, ফরেভার ভয়েসেসের প্রতিষ্ঠাতা জন মায়ের তাঁর টেক্সাসের বাড়িতে বাক্স পোড়ানোর জন্য গ্রেফতার করা হয়। ওই অগ্নিকাণ্ডে বিল্ডিংয়ের ৩ লক্ষ ৬০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছিল।